ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গাসহ দেশের ১৫৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ও ৬টি মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াডাঙ্গাসহ সারাদেশের ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। ২৪টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।
চুয়াডাঙ্গা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমির আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম দোলন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলওয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, সামাজিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম, সদর হাসপাতালের সিনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন, সিনিয়র গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও স্টাফগণ।

গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় গণভবনে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের মোট ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বলেও জানান তিনি।

এসব প্রকল্প উদ্বোধনের আগে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে তিনি জানান, আন্দোলনের নামে উন্নয়ন ব্যহত করার চেষ্টা চলছে। এছাড়াও আন্দোলনকারীদের সুমতি প্রত্যাশা করেন এবং দেশবাসীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরের ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রভৃতি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গাসহ দেশের ১৫৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন-উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান

আপলোড টাইম : ১২:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ও ৬টি মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুয়াডাঙ্গাসহ সারাদেশের ১৫৭টি উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। ২৪টি মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পগুলোর ব্যয় ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা।
চুয়াডাঙ্গা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমির আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মশিউর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ্ আকরাম দোলন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলওয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ, সামাজিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম, সদর হাসপাতালের সিনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন, সিনিয়র গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও স্টাফগণ।

গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় গণভবনে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জেলার সাতটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। এ নিয়ে দেশের মোট ৩২টি জেলা ও ৩৯৪ উপজেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বলেও জানান তিনি।

এসব প্রকল্প উদ্বোধনের আগে এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিএনপির আন্দোলন প্রসঙ্গ তুলে তিনি জানান, আন্দোলনের নামে উন্নয়ন ব্যহত করার চেষ্টা চলছে। এছাড়াও আন্দোলনকারীদের সুমতি প্রত্যাশা করেন এবং দেশবাসীকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন হওয়া প্রকল্পের মধ্যে রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরের ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রভৃতি।