ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার সকল উপজেলা, থানা ও পৌর কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার উপজেলা, থানা ও পৌর কৃষক দলের মোট আটটি ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কৃষক দলের চুয়াডাঙ্গা জেলার ৮ ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবির আন্দোলনে দেশবাসী আজ ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। এবারের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায়ের সংগ্রামে হবে স্মরণীয় জয়। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে তারা দেখতে চায় না। ফ্যাসিস্ট সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে। একদলীয় শাসনব্যবস্থা টিকিয়ে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ আরও বলেন, বিএনপি গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। বিএনপি নিজের জন্য আন্দোলন করছে না। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা, গণতান্ত্রিক অধিকার, সাংবাদিকদের লেখনীর অধিকার, স্বাধীনতা জবাবদিহি নিশ্চিত করা ছাড়াও সাধারণ মানুষের বাকস্বাধীনতার জন্য বিএনপি জনগণকে নিয়ে লড়াই-সংগ্রাম করছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন।

পরে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেন আলমডাঙ্গা উপজেলার কৃষক দলের আহ্বায়ক হিসেবে মো. জামাল সাদিক পিণ্টু, সদস্যসচি ডা. মো. ইদ্রিস আলী, আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক হিসেবে কাজী আলী আসাদ, সদস্যসচিব মো. জহুরুল হক মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. সাজিবার রহমান, সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক হিসেবে মো. হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, সদস্যসচিব মো. আসাদুল হক জোয়ার্দ্দার আলো, দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. আব্দুর রহমান মালিতা, সদস্যসচিব মো. সাইদুর রহমান লিপু, দর্শনা থানা শাখার আহ্বায়ক হিসেবে মো. আশরাফুল হক বিপ্লব, সদস্যসচিব মো. তিলুয়ার রহমান মুন্না, জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. আব্দুল হামিদ, সদস্যসচিব মো. সানোয়ার হোসেন, জীবননগর পৌর শাখার আহ্বায়ক হিসেবে মো. ইউনুস মিয়া, সদস্যসচিব মো. নাজমুর সবুর ওরফে সবুজের নাম ঘোষণা করেন। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী ১০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার সকল উপজেলা, থানা ও পৌর কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা

আপলোড টাইম : ০৯:১৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার উপজেলা, থানা ও পৌর কৃষক দলের মোট আটটি ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কৃষক দলের চুয়াডাঙ্গা জেলার ৮ ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবের নাম ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবির আন্দোলনে দেশবাসী আজ ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। এবারের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায়ের সংগ্রামে হবে স্মরণীয় জয়। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে তারা দেখতে চায় না। ফ্যাসিস্ট সরকার নিজেরাই রাজনৈতিক সংকট তৈরি করে রেখেছে। একদলীয় শাসনব্যবস্থা টিকিয়ে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ আরও বলেন, বিএনপি গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। বিএনপি নিজের জন্য আন্দোলন করছে না। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া, সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা, গণতান্ত্রিক অধিকার, সাংবাদিকদের লেখনীর অধিকার, স্বাধীনতা জবাবদিহি নিশ্চিত করা ছাড়াও সাধারণ মানুষের বাকস্বাধীনতার জন্য বিএনপি জনগণকে নিয়ে লড়াই-সংগ্রাম করছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন।

পরে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোকাররম হোসেন আলমডাঙ্গা উপজেলার কৃষক দলের আহ্বায়ক হিসেবে মো. জামাল সাদিক পিণ্টু, সদস্যসচি ডা. মো. ইদ্রিস আলী, আলমডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক হিসেবে কাজী আলী আসাদ, সদস্যসচিব মো. জহুরুল হক মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. সাজিবার রহমান, সদস্যসচিব মো. জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা পৌর শাখার আহ্বায়ক হিসেবে মো. হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, সদস্যসচিব মো. আসাদুল হক জোয়ার্দ্দার আলো, দামুড়হুদা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. আব্দুর রহমান মালিতা, সদস্যসচিব মো. সাইদুর রহমান লিপু, দর্শনা থানা শাখার আহ্বায়ক হিসেবে মো. আশরাফুল হক বিপ্লব, সদস্যসচিব মো. তিলুয়ার রহমান মুন্না, জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে মো. আব্দুল হামিদ, সদস্যসচিব মো. সানোয়ার হোসেন, জীবননগর পৌর শাখার আহ্বায়ক হিসেবে মো. ইউনুস মিয়া, সদস্যসচিব মো. নাজমুর সবুর ওরফে সবুজের নাম ঘোষণা করেন। কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী ১০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।