ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ ওসি হলেন ফেরদৌস ওয়াহিদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৪৩ বার পড়া হয়েছে

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার হিসেবে ফেরদৌস ওয়াহিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মান্যবর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা স্যারের নিকট থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করলাম। এমন প্রাপ্তি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল সহকর্মীদের প্রতি, বিশেষ করে টিম দামুড়হুদা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন।’

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তার সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ ওসি হলেন ফেরদৌস ওয়াহিদ

আপলোড টাইম : ০৬:০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পারফরমেন্স বিবেচনায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার হিসেবে ফেরদৌস ওয়াহিদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মান্যবর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা স্যারের নিকট থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করলাম। এমন প্রাপ্তি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকল সহকর্মীদের প্রতি, বিশেষ করে টিম দামুড়হুদা, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অর্জন।’

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তার সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।