ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও তার ছেলে আবার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

অর্ধশতাধিক মামলার আসামি চুয়াডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে খ্যাত শিপরা বেগম (৬০) ও তার ছেলে একাধিক মাদক মামলার আসামি শুকুর আলীকে আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার আসামি নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে মাদক ব্যবসায়ী শিপরা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নিজ বাড়িতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবির চৌকস টিম মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলেকে আটক করেন। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ১ বোতল মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪২ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা ও তার ছেলে আবার গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

অর্ধশতাধিক মামলার আসামি চুয়াডাঙ্গার ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে খ্যাত শিপরা বেগম (৬০) ও তার ছেলে একাধিক মাদক মামলার আসামি শুকুর আলীকে আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়ার আসামি নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানতে পারে মাদক ব্যবসায়ী শিপরা বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নিজ বাড়িতে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের নেতৃত্বে ডিবির চৌকস টিম মাদক সম্রাজ্ঞী শিপরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার ছেলেকে আটক করেন। এসময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ১ বোতল মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪২ হাজার ৪৬০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।