ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

তিন চোর গ্রেপ্তার, গরু ও মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে সদর থানা পুলিশের পৃথক অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে গরু ও মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক হয়েছে। আটককৃতদের নিকট থেকে উদ্ধার হয়েছে চুরিকৃত তিনটি গরু ও একটি মোটরসাইকেল। গত রোববার থেকে চুয়াডাঙ্গার পৌর এলাকার হাটকালুগঞ্জ ও হাজরাহাটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মামুন (২৯), একউ উপজেলার দামুড়হুদা দশমীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন হোসেন (৩৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি নতুন হাইস্কুলপাড়ার সাইদুল মোল্লার ছেলে মিরাজুল মোল্লা (২৮)।

সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গরু চুরির বিষয়ে সংবাদ পায়। পরে ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে হাটকালুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনটি গরুসহ চোর চক্রের দুজনকে আটক করে থানা হেফাজতে নেন।

অপরদিকে, হাজরাহটি এলাকায় একটি চোরাই মোটরসাইকেল বিক্রির বিষয় সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে এসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মিরাজুল মোল্লাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামির নিকট থেকে একটি নীল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গরু ও মোটরসাইকেলসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তিন চোর গ্রেপ্তার, গরু ও মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে সদর থানা পুলিশের পৃথক অভিযান

আপলোড টাইম : ০৪:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক অভিযানে গরু ও মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য আটক হয়েছে। আটককৃতদের নিকট থেকে উদ্ধার হয়েছে চুরিকৃত তিনটি গরু ও একটি মোটরসাইকেল। গত রোববার থেকে চুয়াডাঙ্গার পৌর এলাকার হাটকালুগঞ্জ ও হাজরাহাটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মামুন (২৯), একউ উপজেলার দামুড়হুদা দশমীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন হোসেন (৩৫) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি নতুন হাইস্কুলপাড়ার সাইদুল মোল্লার ছেলে মিরাজুল মোল্লা (২৮)।

সদর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গরু চুরির বিষয়ে সংবাদ পায়। পরে ওই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে হাটকালুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনটি গরুসহ চোর চক্রের দুজনকে আটক করে থানা হেফাজতে নেন।

অপরদিকে, হাজরাহটি এলাকায় একটি চোরাই মোটরসাইকেল বিক্রির বিষয় সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে এসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মিরাজুল মোল্লাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামির নিকট থেকে একটি নীল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গরু ও মোটরসাইকেলসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেছে। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।