ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার বাগানপাড়া থেকে মোটরসাইকেল চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আশাদুল হকের ছেলে মাহফুজুর রহমান শিহাব (২১) তার ব্যবহৃত ১০০ সিসির বাজাজ ডিসকভার (চুয়াডাঙ্গা-হ-১২-৩৯৩৪) মোটরসাইকেল নিয়ে বাগানপাড়ার শ^শুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই এলাকার পুরাতন গোরস্তানের পাশে ইসানুল হকের বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন শিহাব। পরে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর মোটরসাইকেলটি খুঁজে পাননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরাসাইকেলের খোঁজ না পাওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার কৃপাসিন্ধু মৃধা জানান, চুরির ঘটনায় একটি অভিযোগপত্র পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বাগানপাড়া থেকে মোটরসাইকেল চুরি

আপলোড টাইম : ০৩:৩৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আশাদুল হকের ছেলে মাহফুজুর রহমান শিহাব (২১) তার ব্যবহৃত ১০০ সিসির বাজাজ ডিসকভার (চুয়াডাঙ্গা-হ-১২-৩৯৩৪) মোটরসাইকেল নিয়ে বাগানপাড়ার শ^শুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই এলাকার পুরাতন গোরস্তানের পাশে ইসানুল হকের বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে ভেতরে প্রবেশ করেন শিহাব। পরে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর মোটরসাইকেলটি খুঁজে পাননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরাসাইকেলের খোঁজ না পাওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার কৃপাসিন্ধু মৃধা জানান, চুরির ঘটনায় একটি অভিযোগপত্র পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।