ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তিনি তাঁর নতুন কার্যালয় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছান। এসময় সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিজ কার্যালয়ে পৌঁছে তিনি চুয়াডাঙ্গার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারফ হাসানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় আমি চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। পরে এ জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করি। বেলা তিনটা পর্যন্ত আমি নতুন অফিসেই ছিলাম। এখনকার সকল কর্মকর্তার-কর্মচারীর সঙ্গে আলাপ হয়েছে। নতুন স্থান মানেই নতুন কিছু শেখা। আশা করছি আমি যাওয়ার পূর্বে এ জেলার মানুষের জন্য কিছু করে যেতে পারব। যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের সহযোগিতা কামনা করছি’

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গাসহ দেশের ২৩ জেলায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। এই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ দেশের ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিক ও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন পান ডা. মো. সাজ্জাৎ হাসান। তিনি খুলনা বক্ষব্যধি হাসপাতালের মেডিকেল সুপারিন্টেডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তর সংযুক্ত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তত্ত্বাবধায়ক, ওএসডি, হিসেবে পদায়ন পান। গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব, জাকিয়া পারভিন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসানের দায়িত্ব গ্রহণ

আপলোড টাইম : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গার নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তিনি তাঁর নতুন কার্যালয় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছান। এসময় সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নিজ কার্যালয়ে পৌঁছে তিনি চুয়াডাঙ্গার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারফ হাসানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় আমি চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। পরে এ জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করি। বেলা তিনটা পর্যন্ত আমি নতুন অফিসেই ছিলাম। এখনকার সকল কর্মকর্তার-কর্মচারীর সঙ্গে আলাপ হয়েছে। নতুন স্থান মানেই নতুন কিছু শেখা। আশা করছি আমি যাওয়ার পূর্বে এ জেলার মানুষের জন্য কিছু করে যেতে পারব। যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনে সকলের সহযোগিতা কামনা করছি’

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গাসহ দেশের ২৩ জেলায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। এই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ দেশের ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিক ও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন পান ডা. মো. সাজ্জাৎ হাসান। তিনি খুলনা বক্ষব্যধি হাসপাতালের মেডিকেল সুপারিন্টেডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তর সংযুক্ত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তত্ত্বাবধায়ক, ওএসডি, হিসেবে পদায়ন পান। গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব, জাকিয়া পারভিন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।