ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতার পর এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথ সুগম করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, আব্দুল জব্বার, রাফিজুল ইসলাম, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর এস এম হাবিবুর রহমান, গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী পরিদর্শক ইমতিয়াজ আলী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। পরে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারস্ আপদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ০৯:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনে বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতার পর এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন অত্যান্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথ সুগম করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, আব্দুল জব্বার, রাফিজুল ইসলাম, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর এস এম হাবিবুর রহমান, গবেষণা কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী পরিদর্শক ইমতিয়াজ আলী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। পরে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারস্ আপদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।