ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ সবুজ (২৫) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার সাহেবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের আসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ সাহেবনগর এলাকায় অবস্থান করছে। এসময় কুতুবপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সবুজকে আটক করেন। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশী চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড টাইম : ০৭:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ সবুজ (২৫) নামের এক যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার সাহেবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের আসমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে এক ব্যক্তি মাদকদ্রব্যসহ সাহেবনগর এলাকায় অবস্থান করছে। এসময় কুতুবপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সবুজকে আটক করেন। এসময় আটককৃত আসামির শরীর তল্লাশী চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।