ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জেলার সব ধরনের সমস্যা সমাধানে চুয়াডাঙ্গাবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘সকলের সমস্যার কথা আমি শুনেছি এবং তা লিপিবদ্ধ করেছি, শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সুবিধা-অসুবিধা উত্তরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আপনাদের সহযোগিতাও অগ্রগণ্য। আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে চাই। আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’ রেল ক্রসিংয়ের ফ্লাইওভার প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, ‘বেশ কয়েকবার এই বিষয়টি শুনছি। আমি এটা নিয়ে কাজ করব। চুয়াডাঙ্গার মানুষ যাতে বিড়ম্বনায় না পড়ে, সে জন্য আমি মন্ত্রণালয়ে এ সম্পর্কে যোগাযোগ করব। সর্বোপরি এই জেলার সকলের সহযোগিতায় আমি এই জেলার হয়ে কাজ করে যাব। আপনাদের সকলের সহযোগিতা চাই।’ সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারে বিশুদ্ধ পানির ব্যবস্থার কথা উঠলে জেলা প্রশাসক বলেন, গ্রন্থাগারগুলো উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সাংবাদিকদের বিভিন্ন বক্তব্যের ওপর প্রশাসন এবং নিজের কাজের বিষয় নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, হাসপাতাল সড়কটি যাতে একমুখীকরণ সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার পাশে বাড়ি করতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে। পৌরসভার মাধ্যমে বিষয়গুলো দেখা হবে। বেকারত্ব দূরীকরণে কীভাবে আরও বেশি উদ্যোক্তা তৈরি করা যায়। সে দিকে খেয়াল রাখব। প্রশিক্ষিত জনবল বিদেশে পাঠানোর জন্যও বিষয়টি দেখব। জেলার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার বিষয়েও কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আপনারা পাসপোর্ট, বিআরটিএ অফিসসহ যে সমস্ত সরকারি অফিস নিয়ে বলেছেন, তাঁদের কর্মকর্তাদের সাথে আলোচনা করব। সকল সেবাই যেন হাসিমুখে পান সে ব্যবস্থাও করব। সব সাধারণ মানুষেরাই সেবা পাবে হাসি মুখে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, এম এ মামুন, রিফাত রহমান ও হুসাইন মালিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৯:০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

জেলার সব ধরনের সমস্যা সমাধানে চুয়াডাঙ্গাবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘সকলের সমস্যার কথা আমি শুনেছি এবং তা লিপিবদ্ধ করেছি, শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সুবিধা-অসুবিধা উত্তরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আপনাদের সহযোগিতাও অগ্রগণ্য। আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে চাই। আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’ রেল ক্রসিংয়ের ফ্লাইওভার প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, ‘বেশ কয়েকবার এই বিষয়টি শুনছি। আমি এটা নিয়ে কাজ করব। চুয়াডাঙ্গার মানুষ যাতে বিড়ম্বনায় না পড়ে, সে জন্য আমি মন্ত্রণালয়ে এ সম্পর্কে যোগাযোগ করব। সর্বোপরি এই জেলার সকলের সহযোগিতায় আমি এই জেলার হয়ে কাজ করে যাব। আপনাদের সকলের সহযোগিতা চাই।’ সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারে বিশুদ্ধ পানির ব্যবস্থার কথা উঠলে জেলা প্রশাসক বলেন, গ্রন্থাগারগুলো উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সাংবাদিকদের বিভিন্ন বক্তব্যের ওপর প্রশাসন এবং নিজের কাজের বিষয় নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, হাসপাতাল সড়কটি যাতে একমুখীকরণ সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার পাশে বাড়ি করতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে। পৌরসভার মাধ্যমে বিষয়গুলো দেখা হবে। বেকারত্ব দূরীকরণে কীভাবে আরও বেশি উদ্যোক্তা তৈরি করা যায়। সে দিকে খেয়াল রাখব। প্রশিক্ষিত জনবল বিদেশে পাঠানোর জন্যও বিষয়টি দেখব। জেলার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার বিষয়েও কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আপনারা পাসপোর্ট, বিআরটিএ অফিসসহ যে সমস্ত সরকারি অফিস নিয়ে বলেছেন, তাঁদের কর্মকর্তাদের সাথে আলোচনা করব। সকল সেবাই যেন হাসিমুখে পান সে ব্যবস্থাও করব। সব সাধারণ মানুষেরাই সেবা পাবে হাসি মুখে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, এম এ মামুন, রিফাত রহমান ও হুসাইন মালিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।