ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু, আহত ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সরোজগঞ্জ/ সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনমজুরের মৃত্যু ও আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় সদর উপজেলার সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের সামনে ও রাত আটটায় পাঁচমাইল সুবদিয়ায় সিপি মিলের সামনে পৃথক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন সাজ্জাদ হোসেন (৪০) নামের এক দিনমজুর। তিনি শংকরচন্দ্র ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন ভান্ডারদহ গ্রামের তেমাথাপাড়ার রিয়াজ মন্ডলের ছেলে। আহতরা হলেন- পাখিভ্যান চালক কালু (৩৫), সাহার আলী (৩৫), ইজিবাইক চালক বিল্লাল হোসেন (৪৫) ও উত্তম পাল নামের এক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে পাখিভ্যানযোগে কাজে যাওয়ার জন্য ভান্ডারদহ থেকে ডাকবাংলো বাজারের উদ্দেশ্যে রওনা দেন কালু, সাজ্জাদ হোসেন ও সাহার আলী। তারা সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রত্যেকেই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাজ্জাদ হোসেনকে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, ১ মাস ২০ দিন আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাজ্জাদের বড় ভাই দিনমজুর কামাল হোসেনের। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সাহার আলীকে বাড়িতে পাঠানো হয়। সাজ্জাদ হোসেন ও কালুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। এর কিছুক্ষণ পরেই সাজ্জাদের মৃত্যু হয়। গতকাল দুুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের নেতৃত্বে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, পাঁচমাইল সুবদিয়ায় সিপি মিলের সামনে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালক বিল্লাল হোসেন বলেন, ‘আমি সরোজগঞ্জ থেকে একজন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিলাম। পথের মধ্যে সিপি মিলের কাছে পৌঁছালে চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি মাইক্রোবাস আমাদের ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে আমরা আহত হয়। পরে স্থানীয়রা আমাদের সদর হাসপাতালে ভর্তি করে।’

ডা. মোর্শেদ আলম বলেন, সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু, আহত ৪

আপলোড টাইম : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, সরোজগঞ্জ/ সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনমজুরের মৃত্যু ও আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় সদর উপজেলার সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের সামনে ও রাত আটটায় পাঁচমাইল সুবদিয়ায় সিপি মিলের সামনে পৃথক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন সাজ্জাদ হোসেন (৪০) নামের এক দিনমজুর। তিনি শংকরচন্দ্র ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন ভান্ডারদহ গ্রামের তেমাথাপাড়ার রিয়াজ মন্ডলের ছেলে। আহতরা হলেন- পাখিভ্যান চালক কালু (৩৫), সাহার আলী (৩৫), ইজিবাইক চালক বিল্লাল হোসেন (৪৫) ও উত্তম পাল নামের এক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে পাখিভ্যানযোগে কাজে যাওয়ার জন্য ভান্ডারদহ থেকে ডাকবাংলো বাজারের উদ্দেশ্যে রওনা দেন কালু, সাজ্জাদ হোসেন ও সাহার আলী। তারা সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রত্যেকেই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাজ্জাদ হোসেনকে হাসপাতালের পুরুষ সার্জারি বিভাগে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সাজ্জাদ হোসেনের পরিবারের সদস্যরা জানান, ১ মাস ২০ দিন আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় সাজ্জাদের বড় ভাই দিনমজুর কামাল হোসেনের। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে সাহার আলীকে বাড়িতে পাঠানো হয়। সাজ্জাদ হোসেন ও কালুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। এর কিছুক্ষণ পরেই সাজ্জাদের মৃত্যু হয়। গতকাল দুুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের নেতৃত্বে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, পাঁচমাইল সুবদিয়ায় সিপি মিলের সামনে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালক বিল্লাল হোসেন বলেন, ‘আমি সরোজগঞ্জ থেকে একজন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিলাম। পথের মধ্যে সিপি মিলের কাছে পৌঁছালে চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি মাইক্রোবাস আমাদের ধাক্কা দেয়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে আমরা আহত হয়। পরে স্থানীয়রা আমাদের সদর হাসপাতালে ভর্তি করে।’

ডা. মোর্শেদ আলম বলেন, সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।