ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শীতার্তদের পাশে ‘আমরাও মানুষের জন্য’ সংগঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিক। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। শীতের তীব্রতায় ইচ্ছে থাকলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছে না কেউ। শীত নিবারনে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে মানুষের। এই শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শীত থেকে রেহায় পেতে অনেকে ছুটছে গরম কাপড়ের দোকানে। অর্থাভাবে ছিন্নমূল মানুষের অনেকেই গরম কাপড় কিনতে পারছে না। সেইসব মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে এই শীতের মধ্যেও মাঠে নেমেছে একটি অরাজনৈতিক সংগঠন ‘আমরাও মানুষের জন্য’।

গতকাল শুক্রবার সকালে সংগঠনের নের্তৃবৃন্দ অসহায়, দরিদ্র ও ছিন্নমুল ওই মানুষগুলোর জন্য কম্বল নিয়ে হাজির হন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট চত্বরে ‘আমরাও মানুষের জন্য’ সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সহিদুল হক বিশ্বাসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রোটারি ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহেরা খাতুন, সদস্য কামাল ওয়ারিজ, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।

আমরাও মানুষের জন্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অ্যাড. রবিউল হক, জাফরুল হক, সাধারণ সম্পাদক সাহানা ইউসুফ কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা পারভীন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নির্বাহী উপদেষ্টা ইদ্রিস হোসেন, আলফাজ উদ্দিন, আব্দুর রহমান, নির্বাহী সদস্য শিখা সেনগুপ্ত, হেনা আক্তার, আয়েশা পারভীন মিরা, মমতাজ বেগম, রজি আহমেদ, শরিফুল ইসলাম তাতু, বিজলী প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শীতার্তদের পাশে ‘আমরাও মানুষের জন্য’ সংগঠন

আপলোড টাইম : ০৩:৪১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে আছে চারিদিক। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। শীতের তীব্রতায় ইচ্ছে থাকলেও অনেকেই ঘর থেকে বের হতে পারছে না কেউ। শীত নিবারনে বিকল্প পথ বেছে নিতে হচ্ছে মানুষের। এই শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শীত থেকে রেহায় পেতে অনেকে ছুটছে গরম কাপড়ের দোকানে। অর্থাভাবে ছিন্নমূল মানুষের অনেকেই গরম কাপড় কিনতে পারছে না। সেইসব মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে এই শীতের মধ্যেও মাঠে নেমেছে একটি অরাজনৈতিক সংগঠন ‘আমরাও মানুষের জন্য’।

গতকাল শুক্রবার সকালে সংগঠনের নের্তৃবৃন্দ অসহায়, দরিদ্র ও ছিন্নমুল ওই মানুষগুলোর জন্য কম্বল নিয়ে হাজির হন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট চত্বরে ‘আমরাও মানুষের জন্য’ সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সহিদুল হক বিশ্বাসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রোটারি ক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহেরা খাতুন, সদস্য কামাল ওয়ারিজ, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান।

আমরাও মানুষের জন্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অ্যাড. রবিউল হক, জাফরুল হক, সাধারণ সম্পাদক সাহানা ইউসুফ কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা পারভীন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নির্বাহী উপদেষ্টা ইদ্রিস হোসেন, আলফাজ উদ্দিন, আব্দুর রহমান, নির্বাহী সদস্য শিখা সেনগুপ্ত, হেনা আক্তার, আয়েশা পারভীন মিরা, মমতাজ বেগম, রজি আহমেদ, শরিফুল ইসলাম তাতু, বিজলী প্রমুখ।