ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় শিক্ষকদের সঙ্গে নিয়ে ছেলের কর্মস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপারের বাবা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঝালকাঠি জেলার সন্তান। বাংলাদেশ পুলিশের শুধু স্বনামধন্য পুলিশ অফিসারই নন, তিনি সৃজনশীল লেখকও। নিজ উপজেলা রাজাপুরে দাদা মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা তিনি। এ পাঠাগার ঝালকাঠি জেলায় বেসরকারি শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে পরপর দুবার পেয়েছে স্বীকৃতির সনদ।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গড়ে তোলা পাঠাগার পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন পুলিশ সুপারের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন মিয়া। পুলিশ সুপারের বাবা তাঁর নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে নিয়ে তিন দিনের সফরে এসেছিলেন চুয়াডাঙ্গায়। গত শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে মনোরম পরিবেশে পরিচয় পর্বে নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের মধ্যে কয়েকজনকে পুলিশ সুপার নিজের শিক্ষক বলে পরিচয় করিয়ে দেন। এসময় শিক্ষকদের সামনে নিজেকে ছাত্রের মতোই আচরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। বাবার পাশে নিয়ে সফররত শিক্ষকদের হাতে পুলিশ সুপার তুলে দেন জেলা পুলিশের বিশেষ উপহার।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়া ঝালকাঠি জেলার রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলাম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন, ফিরোজা মজিদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফিরোজ জামান, ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দীক, মধ্যফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মিয়া, উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হোসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পিতার সফরসঙ্গী ছিলেন। সফর শেষে গতকাল শনিবার নিজ এলাকায় ফিরেছেন তাঁরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিক্ষকদের সঙ্গে নিয়ে ছেলের কর্মস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপারের বাবা

আপলোড টাইম : ০৬:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঝালকাঠি জেলার সন্তান। বাংলাদেশ পুলিশের শুধু স্বনামধন্য পুলিশ অফিসারই নন, তিনি সৃজনশীল লেখকও। নিজ উপজেলা রাজাপুরে দাদা মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা তিনি। এ পাঠাগার ঝালকাঠি জেলায় বেসরকারি শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে পরপর দুবার পেয়েছে স্বীকৃতির সনদ।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে গড়ে তোলা পাঠাগার পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন পুলিশ সুপারের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন মিয়া। পুলিশ সুপারের বাবা তাঁর নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে নিয়ে তিন দিনের সফরে এসেছিলেন চুয়াডাঙ্গায়। গত শুক্রবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে মনোরম পরিবেশে পরিচয় পর্বে নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের মধ্যে কয়েকজনকে পুলিশ সুপার নিজের শিক্ষক বলে পরিচয় করিয়ে দেন। এসময় শিক্ষকদের সামনে নিজেকে ছাত্রের মতোই আচরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। বাবার পাশে নিয়ে সফররত শিক্ষকদের হাতে পুলিশ সুপার তুলে দেন জেলা পুলিশের বিশেষ উপহার।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়া ঝালকাঠি জেলার রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলাম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দিন, ফিরোজা মজিদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফিরোজ জামান, ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দীক, মধ্যফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মিয়া, উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হোসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পিতার সফরসঙ্গী ছিলেন। সফর শেষে গতকাল শনিবার নিজ এলাকায় ফিরেছেন তাঁরা।