ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় রান্না করার সময় দগ্ধ গৃহবধূর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ১০৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামে রান্না করার সময় আগুনে দগ্ধ হয়ে রুমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় শাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হয় রুমা খাতুন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত রুমা খাতুন গোবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার জয়নাল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগী (খিচুনি) রোগে আক্রান্ত ছিলেন রুমা খাতুন। গত সোমবার সকালে বাড়িতে গ্যাসের চুলায় পরিবারের সদস্যদের জন্য রান্না করছিলেন তিনি। হঠাৎ খিচুনি শুরু হয়ে অচেতন হয়ে পড়লে রুমার শাড়িতে আগুন লেগে যায়। এসময় পরিবারের সদস্যরা আগুন লাগার ঘটনা টেরে পেয়ে রান্নাঘর থেকে দগ্ধ অবস্থায় রুমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। গুরুতর দগ্ধ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রুমাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। পরিবারের সদস্যরা ঘটনার দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রুমার মৃত্যু হয়। তিন সন্তানের জননী রুমার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, গুরুতর দগ্ধ অবস্থায় ওই রোগীকে জরুরি বিভাগে আনে পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওইদিনই রুমাকে রাজশাহীর মেডিকেলে নেয় তারা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক মিয়া বলেন, সোমবার সকালে পানি গরম করার সময় রুমা খাতুনের খিঁচুনি হলে মাথা ঘুরে পড়ে যান। এসময় তার কাপড়ে আগুন ধরে সারা শরীর দগ্ধ হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রান্না করার সময় দগ্ধ গৃহবধূর মৃত্যু

আপলোড টাইম : ১০:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়া গ্রামে রান্না করার সময় আগুনে দগ্ধ হয়ে রুমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে গ্যাসের চুলায় রান্না করার সময় শাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হয় রুমা খাতুন। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত রুমা খাতুন গোবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার জয়নাল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃগী (খিচুনি) রোগে আক্রান্ত ছিলেন রুমা খাতুন। গত সোমবার সকালে বাড়িতে গ্যাসের চুলায় পরিবারের সদস্যদের জন্য রান্না করছিলেন তিনি। হঠাৎ খিচুনি শুরু হয়ে অচেতন হয়ে পড়লে রুমার শাড়িতে আগুন লেগে যায়। এসময় পরিবারের সদস্যরা আগুন লাগার ঘটনা টেরে পেয়ে রান্নাঘর থেকে দগ্ধ অবস্থায় রুমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। গুরুতর দগ্ধ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রুমাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। পরিবারের সদস্যরা ঘটনার দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে রুমার মৃত্যু হয়। তিন সন্তানের জননী রুমার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন জানান, গুরুতর দগ্ধ অবস্থায় ওই রোগীকে জরুরি বিভাগে আনে পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওইদিনই রুমাকে রাজশাহীর মেডিকেলে নেয় তারা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক মিয়া বলেন, সোমবার সকালে পানি গরম করার সময় রুমা খাতুনের খিঁচুনি হলে মাথা ঘুরে পড়ে যান। এসময় তার কাপড়ে আগুন ধরে সারা শরীর দগ্ধ হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়।