ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় যুব সংঘের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ও নৈশভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০১:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড সিনেমাহলপাড়া যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জোলমাঠে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইউনিক ব্রাদার্স ক্লাবকে হারিয়ে ৮ স্টার ফায়নালে ওঠে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর সভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, দর্শনা সরকারি কলেজের প্রফেসর মফিজুর রহমান, সিনেমা হলপাড়ার মতিয়ার রহমান, এম এ তালহা ও সাইদুর রহমান। খেলার দ্বিতীয় অংশে মুখোমুখি হয়ে অলওয়েজ লিগাল টিমকে হারিয়ে ফাইনালে ওঠে ৬ স্টার ক্লাব।

              বিকেলে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৮ স্টার ক্লাব ও ৬ স্টার ক্লাব। দুই দলের রোমন্থকর খেলায় ৩৯ রানে অলআউট হয় ৬ স্টার ক্লাব। ৩৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করে ৮ স্টার ক্লাব।

              খেলা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে ৮ স্টার ক্লাবের অধিনায়ক রাকিব ও তার দল। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয় চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান চাঁদ, চুয়াডাঙ্গা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিফাউল হাসান, ইমরাজ উদ্দিন খোকন ও সাইদুর রহমান।

খেলায় অন্যবদ্য ভুমিকা রেখে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৮ স্টার ক্লাবের  খেলোয়ার মোহাম্মদ আল-আমিন। ম্যান অব দ্যা সিরিজ হিসেবে বিবেচিত হন ৬ স্টার ক্লাবের মেহেদী হাসান। সমগ্র খেলাই বাংলা ও ইংরেজিতে ধারাভাষ্য করেন কাওসার হাসান, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ কাউসার।

এদিকে, পুরষ্কার বিতরণ শেষে চ্যাম্পিয়ন দল ট্রফি ও ব্যান্ড পার্ট নিয়ে সিনেমা হলপাড়ার বিভিন্ন রাস্তায় আনন্দ শোভাযাত্র করে। খেলাটির সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ হৃদয়, রাসেল, রাফি আহমেদ রিয়াদ, মোহাম্মদ রাকিব ও আলামিন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুব সংঘের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ও নৈশভোজ অনুষ্ঠিত

আপলোড টাইম : ০১:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড সিনেমাহলপাড়া যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জোলমাঠে এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এই প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ইউনিক ব্রাদার্স ক্লাবকে হারিয়ে ৮ স্টার ফায়নালে ওঠে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর সভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, দর্শনা সরকারি কলেজের প্রফেসর মফিজুর রহমান, সিনেমা হলপাড়ার মতিয়ার রহমান, এম এ তালহা ও সাইদুর রহমান। খেলার দ্বিতীয় অংশে মুখোমুখি হয়ে অলওয়েজ লিগাল টিমকে হারিয়ে ফাইনালে ওঠে ৬ স্টার ক্লাব।

              বিকেলে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ৮ স্টার ক্লাব ও ৬ স্টার ক্লাব। দুই দলের রোমন্থকর খেলায় ৩৯ রানে অলআউট হয় ৬ স্টার ক্লাব। ৩৯ রানের জবাবে খেলতে নেমে মাত্র একটি উইকেট হারিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করে ৮ স্টার ক্লাব।

              খেলা শেষে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে ৮ স্টার ক্লাবের অধিনায়ক রাকিব ও তার দল। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয় চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কামরুজ্জামান চাঁদ, চুয়াডাঙ্গা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মিফাউল হাসান, ইমরাজ উদ্দিন খোকন ও সাইদুর রহমান।

খেলায় অন্যবদ্য ভুমিকা রেখে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৮ স্টার ক্লাবের  খেলোয়ার মোহাম্মদ আল-আমিন। ম্যান অব দ্যা সিরিজ হিসেবে বিবেচিত হন ৬ স্টার ক্লাবের মেহেদী হাসান। সমগ্র খেলাই বাংলা ও ইংরেজিতে ধারাভাষ্য করেন কাওসার হাসান, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ কাউসার।

এদিকে, পুরষ্কার বিতরণ শেষে চ্যাম্পিয়ন দল ট্রফি ও ব্যান্ড পার্ট নিয়ে সিনেমা হলপাড়ার বিভিন্ন রাস্তায় আনন্দ শোভাযাত্র করে। খেলাটির সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ হৃদয়, রাসেল, রাফি আহমেদ রিয়াদ, মোহাম্মদ রাকিব ও আলামিন প্রমুখ।