ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকার উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করা হয়। এরপর সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। পরবর্তীতে বেলা ১১টায় চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আফরোজা পারভিন বলেন, ‘বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষে আমরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ একত্রিত হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।’ এদিকে, আলোচনা সভা শেষে বেলা দেড়টায় যুব মহিলা লীগের কার্যালয়ের সামনে বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহসভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক পপি খাতুন, দামুড়হুদা যুব মহিলা লীগের সভাপতি সাহেদা খাতুন, জীবননগর যুব মহিলা লীগের সভাপতি কহিনুর খাতুনসহ জেলার সকল ইউনিটের যুব মহিলা নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকার উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করা হয়। এরপর সকাল ৯টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। পরবর্তীতে বেলা ১১টায় চুয়াডাঙ্গা যুব মহিলা লীগের কার্যালয় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহিদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আফরোজা পারভিন বলেন, ‘বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের লক্ষে আমরা বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ একত্রিত হয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দেশের অগ্রযাত্রা অব্যহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।’ এদিকে, আলোচনা সভা শেষে বেলা দেড়টায় যুব মহিলা লীগের কার্যালয়ের সামনে বিভিন্ন গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহসভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক পপি খাতুন, দামুড়হুদা যুব মহিলা লীগের সভাপতি সাহেদা খাতুন, জীবননগর যুব মহিলা লীগের সভাপতি কহিনুর খাতুনসহ জেলার সকল ইউনিটের যুব মহিলা নেতৃবৃন্দ।