ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল ৫টায় জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। জেলা যুবলীগের সিনিয়র সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। মেধাবী তরুণ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এই হত্যাকাণ্ডের অন্যতম ‘মাস্টারমাইন্ড’। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়।
তিনি আরও বলেন, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একইসাথে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তাদের পরাজিত করবো। এসময় তিনি যুবলীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা যুবলীগের সদস্য আজাদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিা বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন শোনাহার মণ্ডল। এ সময় আরও বক্তব্য দেন হযরত।
সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম,্ ছাত্রলীগের সাবেক নেতা রামীম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, টুটুল, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, বাড়াদি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফ উদ্দিন, লোকমান, সুমন, হাসান, লিফটন, সজিব, বাঁধন, বিশাল, আহাদ, জিসান, রিফাত, শাকিব হোসেন, তামিম, সোহেল, রানা, কালু, রুবেল, সোহাগ, সঞ্জু, তানজিল, খোকন, শ্যামল, লপু, আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, সাবেক সদস্য ইমরান ফেরদৌস, বিপুল, সৌরভ, মুশফিকুর রহমান শাহিন, সাহিদ, তানিন, হাসিব প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

আপলোড টাইম : ০১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল ৫টায় জেলা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। জেলা যুবলীগের সিনিয়র সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। মেধাবী তরুণ শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন এই হত্যাকাণ্ডের অন্যতম ‘মাস্টারমাইন্ড’। সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটানো হয়।
তিনি আরও বলেন, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। একইসাথে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো, তাদের পরাজিত করবো। এসময় তিনি যুবলীগের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা যুবলীগের সদস্য আজাদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিা বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন শোনাহার মণ্ডল। এ সময় আরও বক্তব্য দেন হযরত।
সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম,্ ছাত্রলীগের সাবেক নেতা রামীম হাসান সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট, টুটুল, পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, বাড়াদি ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফ উদ্দিন, লোকমান, সুমন, হাসান, লিফটন, সজিব, বাঁধন, বিশাল, আহাদ, জিসান, রিফাত, শাকিব হোসেন, তামিম, সোহেল, রানা, কালু, রুবেল, সোহাগ, সঞ্জু, তানজিল, খোকন, শ্যামল, লপু, আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, সাবেক সদস্য ইমরান ফেরদৌস, বিপুল, সৌরভ, মুশফিকুর রহমান শাহিন, সাহিদ, তানিন, হাসিব প্রমুখ।