ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণকালে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গত শনিবার ও রোববার বিভিন্ন সময়ে তিনি চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক, হাসপাতাল মোড়, বড় বাজার, আলমডাঙ্গা উপজেলা শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন জনসমাগম এলাকা ও বাজারে তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম করেন।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, করোনাভাইরাস কমতে শুরু করেছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আমাদের সকলকে মনে রাখতে হবে, করোনাভাইরাস প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বেই আমরা করোনাভাইরাস প্রতিরোধে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি এখনো মেনে চলতে হবে।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাসানুজ্জামান কিরণ প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাস্ক বিতরণকালে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

আপলোড টাইম : ০৯:৩৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গত শনিবার ও রোববার বিভিন্ন সময়ে তিনি চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক, হাসপাতাল মোড়, বড় বাজার, আলমডাঙ্গা উপজেলা শহরের বিভিন্ন স্থানসহ জেলার বিভিন্ন জনসমাগম এলাকা ও বাজারে তিনি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময় তিনি করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম করেন।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, করোনাভাইরাস কমতে শুরু করেছে। আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দ্রুতই সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে আমাদের সকলকে মনে রাখতে হবে, করোনাভাইরাস প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বেই আমরা করোনাভাইরাস প্রতিরোধে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি এখনো মেনে চলতে হবে।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাসানুজ্জামান কিরণ প্রমুখ। এসময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।