ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ-সামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাসভবন চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মেহেনাজ খান বাঁধন।

বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী নাহিদ হাসান তিশা, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার পত্মী মাহফুজা আক্তার মুন্নী, লেডিস ক্লাব সদস্য ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পত্মী মুন্নুজা আফরিন, লেডিস ক্লাব সদস্য ও সিনিয়র সহকারী কমিশনার পত্মী নুসরাত জাহান লিমা, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার (ভূমি) পত্মী রাফিউল শাহিদা প্রাপ্তি, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী শিরিন সুলতানা, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী নাজিরা ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, লেডিস ক্লাব সদস্য ও নির্বাহী কর্মকর্তা পত্মী আফসানা রোজ পলি, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী লুৎফর নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভানেত্রী মেহেনাজ খান বাঁধন বলেন, ‘আমাদের লেডিস ক্লাবের যাত্রা শুরুর মাত্র ৬ মাসে সবগুলো অনুষ্ঠানেই আমরা স্বল্প পরিসরে হলেও কিছু না কিছু করার চেষ্টা করেছি। শীতে শীতবস্ত্র বিতরণ, নারী দিবস উদ্যাপন, শিশু দিবসে শিশুদের সাথে নিয়ে উদ্যাপনসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে আজ (গতকাল) আমরা হাফেজিয়া মাদ্রাসার বাঁচ্চাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। এই বাঁচ্চারা যখন বাড়িতে বাবা-মায়ের জন্য এই উপহার নিয়ে যাবে, তখন তাদের পরিবারের সদস্যরাও খুশি হবে। আমাদের ইচ্ছা আছে আরও বড় পরিসরে কিছু করার। আমরা একেবারেই নতুন, কেবল মাত্র যাত্রা শুরু। ভবিষ্যতে আরও ভালো করবে লেডিস ক্লাব।’

অনুষ্ঠানে শিশুদের পরিবারের জন্য পোলাও চাল, লাচ্ছা সেমাই, তেল, দুধ, চিনি, মসুর ডাল, লবণ, পেয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মেহেনাজ খান বাঁধন ব্যক্তিগত পক্ষ থেকে শিশুদেরকে ঈদ সালামি প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ-সামগ্রী বিতরণ

আপলোড টাইম : ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বাসভবন চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মেহেনাজ খান বাঁধন।

বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী নাহিদ হাসান তিশা, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার পত্মী মাহফুজা আক্তার মুন্নী, লেডিস ক্লাব সদস্য ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পত্মী মুন্নুজা আফরিন, লেডিস ক্লাব সদস্য ও সিনিয়র সহকারী কমিশনার পত্মী নুসরাত জাহান লিমা, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার (ভূমি) পত্মী রাফিউল শাহিদা প্রাপ্তি, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী শিরিন সুলতানা, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী নাজিরা ইসলাম, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, লেডিস ক্লাব সদস্য ও নির্বাহী কর্মকর্তা পত্মী আফসানা রোজ পলি, লেডিস ক্লাব সদস্য ও সহকারী কমিশনার পত্মী লুৎফর নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভানেত্রী মেহেনাজ খান বাঁধন বলেন, ‘আমাদের লেডিস ক্লাবের যাত্রা শুরুর মাত্র ৬ মাসে সবগুলো অনুষ্ঠানেই আমরা স্বল্প পরিসরে হলেও কিছু না কিছু করার চেষ্টা করেছি। শীতে শীতবস্ত্র বিতরণ, নারী দিবস উদ্যাপন, শিশু দিবসে শিশুদের সাথে নিয়ে উদ্যাপনসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে আজ (গতকাল) আমরা হাফেজিয়া মাদ্রাসার বাঁচ্চাদের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। এই বাঁচ্চারা যখন বাড়িতে বাবা-মায়ের জন্য এই উপহার নিয়ে যাবে, তখন তাদের পরিবারের সদস্যরাও খুশি হবে। আমাদের ইচ্ছা আছে আরও বড় পরিসরে কিছু করার। আমরা একেবারেই নতুন, কেবল মাত্র যাত্রা শুরু। ভবিষ্যতে আরও ভালো করবে লেডিস ক্লাব।’

অনুষ্ঠানে শিশুদের পরিবারের জন্য পোলাও চাল, লাচ্ছা সেমাই, তেল, দুধ, চিনি, মসুর ডাল, লবণ, পেয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মেহেনাজ খান বাঁধন ব্যক্তিগত পক্ষ থেকে শিশুদেরকে ঈদ সালামি প্রদান করেন।