ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও তাড়িসহ তিনজনকে আটক করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ওই অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি নতুনপাড়ার মৃত সোহেলের ছেলে রাজিব হোসেন (২৩), বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার মৃত ফটিকের ছেলে জাহিদ (২৫) এবং একই এলাকার মৃত জব্বার মণ্ডলের ছেলে বারেক আলী (৭০)। আটককৃত রাজিব হোসেন, জাহিদ ও বারেককে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে রাজিব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার তাড়িসহ তাঁকে আটক করেন। বেলা ১১টার দিকে জাহিদের বাড়ির সামনে থেকে ১০ গ্রাম গাঁজাসহ এবং বারেক আলীকে তাঁর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিব হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১ শ টাকা জরিমানা, জাহিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা এবং বারেক আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম চুয়াডাঙ্গা শহরের আলোচিত মাদক ব্যবসায়ী সিপড়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর স্বামী বাবুল কৌশলে পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুলের ঘরে তল্লাশি চালিয়ে ৮০ পিচ ইয়াবা, ১ কেজি ৮ শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৭১ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। বাবুলের বিরুদ্ধে নিয়মিত পলাতক মামলা দেওয়া হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা

আপলোড টাইম : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও তাড়িসহ তিনজনকে আটক করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ওই অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি নতুনপাড়ার মৃত সোহেলের ছেলে রাজিব হোসেন (২৩), বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার মৃত ফটিকের ছেলে জাহিদ (২৫) এবং একই এলাকার মৃত জব্বার মণ্ডলের ছেলে বারেক আলী (৭০)। আটককৃত রাজিব হোসেন, জাহিদ ও বারেককে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে রাজিব হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার তাড়িসহ তাঁকে আটক করেন। বেলা ১১টার দিকে জাহিদের বাড়ির সামনে থেকে ১০ গ্রাম গাঁজাসহ এবং বারেক আলীকে তাঁর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজিব হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১ শ টাকা জরিমানা, জাহিদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা এবং বারেক আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম চুয়াডাঙ্গা শহরের আলোচিত মাদক ব্যবসায়ী সিপড়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর স্বামী বাবুল কৌশলে পালিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাবুলের ঘরে তল্লাশি চালিয়ে ৮০ পিচ ইয়াবা, ১ কেজি ৮ শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৭১ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। বাবুলের বিরুদ্ধে নিয়মিত পলাতক মামলা দেওয়া হয়েছে।