ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মহিলা সমাবেশে প্রকল্প পরিচালক ওমর ফারুক দেওয়ান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

        প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়েছেন। একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নের কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগের বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমসমূহের ব্র্যান্ডিংসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বিশেষ কার্যক্রম গ্রহণ। এসময় তিনি আরও বলেন, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ সম্পর্কে জনগনকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ মহিলা সমাবেশ। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ-প্রধানমন্ত্রীর স্বপ্ন। নারীদের উন্নয়নে সরকার নানামূখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছেন। সবাই জানেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষার শিক্ষিত করাবেন। পারিবারিক, সামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে প্রতিটি নারীর সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের প্রতি অনুরোধ জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুÐু, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গেøারির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর মুকিত জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক আমানুল্লাহ আসাদ প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মহিলা সমাবেশে প্রকল্প পরিচালক ওমর ফারুক দেওয়ান

আপলোড টাইম : ০৮:২৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

        প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ নিয়েছেন। একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়নের কার্যক্রম সমূহ, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগের বিকাশ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমসমূহের ব্র্যান্ডিংসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে বিশেষ কার্যক্রম গ্রহণ। এসময় তিনি আরও বলেন, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ সম্পর্কে জনগনকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ মহিলা সমাবেশ। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ-প্রধানমন্ত্রীর স্বপ্ন। নারীদের উন্নয়নে সরকার নানামূখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেছেন। সবাই জানেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষার শিক্ষিত করাবেন। পারিবারিক, সামাজিক উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে প্রতিটি নারীর সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নে অবদান রাখার জন্য নারীদের প্রতি অনুরোধ জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সদর উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুÐু, আজকের পত্রিকা ও ডেইলি মর্নিং গেøারির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর মুকিত জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক আমানুল্লাহ আসাদ প্রমুখ।