ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবসে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌরসভার সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন সভায় সভাপতিত্ব করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত সদস্যগণ ম্যারাথন দৌঁড় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উন্মুক্ত আলোচনার মাধ্যমে কয়েকটি উপ-কমিটি গঠন করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যে সকল প্রতিযোগী চুয়াডাঙ্গা শহর বা তার আশপাশ এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা ১৫ ডিসেম্বর ফজরের নামাজের পরপরই চুয়াডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত প্রতিযোগীদের চুয়াডাঙ্গা পৌরসভার গাড়িতে করে প্রতিযোগিতার উদ্বোধনস্থলে পৌঁছে দেয়া হবে। একই সাথে যারা বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতার স্থলে উপস্থিত হবেন, তাদেরকে অবহিত করার জন্য ইতিমধ্যেই চার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাইকিং ও প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিযোগিতার স্থান, শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে সেটি উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা ও জেলা প্রশাসনের অফিসারবৃন্দ উপস্থিত থাকবেন। ১৭ কিলোমিটারের অধিক দূরত্বের দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে স্টার্টিং পয়েন্ট থেকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর মোড়, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে জেলা প্রশাসনের চত্বরে এসে শেষ করতে হবে।

উল্লেখ্য, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের মূল সভায় আলোচিত হয়, এ বছর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। বরাবরের মতো চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় আগামী ১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সদস্যগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবসে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড টাইম : ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২৩ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌরসভার সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন সভায় সভাপতিত্ব করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত সদস্যগণ ম্যারাথন দৌঁড় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উন্মুক্ত আলোচনার মাধ্যমে কয়েকটি উপ-কমিটি গঠন করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যে সকল প্রতিযোগী চুয়াডাঙ্গা শহর বা তার আশপাশ এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা ১৫ ডিসেম্বর ফজরের নামাজের পরপরই চুয়াডাঙ্গা পৌরসভায় এসে উপস্থিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত প্রতিযোগীদের চুয়াডাঙ্গা পৌরসভার গাড়িতে করে প্রতিযোগিতার উদ্বোধনস্থলে পৌঁছে দেয়া হবে। একই সাথে যারা বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতার স্থলে উপস্থিত হবেন, তাদেরকে অবহিত করার জন্য ইতিমধ্যেই চার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাইকিং ও প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিযোগিতার স্থান, শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে সেটি উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা ও জেলা প্রশাসনের অফিসারবৃন্দ উপস্থিত থাকবেন। ১৭ কিলোমিটারের অধিক দূরত্বের দূরপাল্লার এ দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে স্টার্টিং পয়েন্ট থেকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়, শহীদ হাসান চত্বর মোড়, পৌরসভা মোড়, কবরী রোড হয়ে জেলা প্রশাসনের চত্বরে এসে শেষ করতে হবে।

উল্লেখ্য, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের মূল সভায় আলোচিত হয়, এ বছর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। বরাবরের মতো চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে এবং চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় আগামী ১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এ দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে প্রতিযোগিতা শুরু হবে। প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদসহ মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সদস্যগণ।