ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাসানী অনুসারী পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক লিটু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহাকুমা ন্যাপ ভাসানীর সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন উমর, সাবেক মোমিনপুর ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাই পৃথিবীতে যতদিন শোষণ-বঞ্চনা থাকবে, মওলানা ভাসানী ততদিন প্রাসঙ্গিক থাকবেন। ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো অপশক্তি মওলানা ভাসানীকে প্রান্তিক করতে চাইলেও তারা তা পারবে না। কারণ মওলানা ভাসানী সর্বদা মুক্তিকামী জনতার পথপ্রদর্শক হয়ে আছেন, থাকবেন।
বক্তারা আরও বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সব প্রাণের মর্যাদার জন্য তিনি লড়াই করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মওলানা ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন

আপলোড টাইম : ০৯:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ভাসানী অনুসারী পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক লিটু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহাকুমা ন্যাপ ভাসানীর সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফিন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন উমর, সাবেক মোমিনপুর ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাই পৃথিবীতে যতদিন শোষণ-বঞ্চনা থাকবে, মওলানা ভাসানী ততদিন প্রাসঙ্গিক থাকবেন। ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো অপশক্তি মওলানা ভাসানীকে প্রান্তিক করতে চাইলেও তারা তা পারবে না। কারণ মওলানা ভাসানী সর্বদা মুক্তিকামী জনতার পথপ্রদর্শক হয়ে আছেন, থাকবেন।
বক্তারা আরও বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সব প্রাণের মর্যাদার জন্য তিনি লড়াই করেছেন।