ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ভুট্টাগাছ কাটা নিয়ে দ্বন্দ্বে আহত ৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ভুট্টাগাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে উভয়পক্ষের চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- আমিরপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), একই এলাকার মসলেমের স্ত্রী রোকেয়া (৫০), ছেলে রবজেল (৩০) ও ইব্রাহিম খলিল বাবুর স্ত্রী শিউলি (২৭)।

জানা যায়, আমিরপুর গ্রামে আবু বক্কর সিদ্দিক তার বাড়ির পাশের একটি জমিতে ভুট্টা চাষ করেছেন। তার চাচাত ভাই তৌহিদুল বিভিন্ন সময় তার খেতে প্রবেশ করে ভুট্টাগাছ কেটে নিয়ে গরুকে খাওয়ায়। আবু বক্কর সিদ্দিক নিষেধ করলেও তৌহিদুল তা কর্ণপাত করে না। এ নিয়ে আবু বক্কর সিদ্দিক ও তৌহিদুলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় তৌহিদুলের নিকট আত্মীয় রবজেল ও তার পরিবারের সদস্যরা আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে জখম করে। এসময় রবজেলসহ তার পক্ষের রোকেয়া ও শিউলি নামের মোট ৩ জন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিকের কপালে ও হাতে গুরুতর জখম হওয়ায় তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। অপর তিনজন সামান্য আহত হওয়ায় জরুরি বিভাগ থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ভুট্টাগাছ কাটা নিয়ে দ্বন্দ্বে আহত ৪

আপলোড টাইম : ০৮:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ভুট্টাগাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বে উভয়পক্ষের চারজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহতরা হলেন- আমিরপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৫০), একই এলাকার মসলেমের স্ত্রী রোকেয়া (৫০), ছেলে রবজেল (৩০) ও ইব্রাহিম খলিল বাবুর স্ত্রী শিউলি (২৭)।

জানা যায়, আমিরপুর গ্রামে আবু বক্কর সিদ্দিক তার বাড়ির পাশের একটি জমিতে ভুট্টা চাষ করেছেন। তার চাচাত ভাই তৌহিদুল বিভিন্ন সময় তার খেতে প্রবেশ করে ভুট্টাগাছ কেটে নিয়ে গরুকে খাওয়ায়। আবু বক্কর সিদ্দিক নিষেধ করলেও তৌহিদুল তা কর্ণপাত করে না। এ নিয়ে আবু বক্কর সিদ্দিক ও তৌহিদুলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় তৌহিদুলের নিকট আত্মীয় রবজেল ও তার পরিবারের সদস্যরা আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে জখম করে। এসময় রবজেলসহ তার পক্ষের রোকেয়া ও শিউলি নামের মোট ৩ জন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, আহতদের মধ্যে আবু বক্কর সিদ্দিকের কপালে ও হাতে গুরুতর জখম হওয়ায় তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। অপর তিনজন সামান্য আহত হওয়ায় জরুরি বিভাগ থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।