ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ব্যাতিক্রমের অবিস্মরণীয় সাফল্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
২০২২-২৩ শিক্ষাবর্ষে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে চুয়াডাঙ্গা শহরের ব্যতিক্রম শিক্ষা একাডেমি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ জনসহ মোট ৭৪ শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল শনিবার সকালে ব্যতিক্রম শিক্ষা একাডেমির পক্ষ থেকে এই ৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন সাইদুর রহমান।

অনুষ্ঠানে ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক মো. খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক আবু ইয়াজিদ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের প্রভাষক (ইংরেজি) রুবেল হোসেন, দর্শনা সরকারি কলেজের প্রভাষক (বাংলা) মুকুল হোসেন ও একই কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) নজরুল ইসলাম।

সুশিক্ষিত মানুষ হিসেবে নিজদের গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সহকারি অধ্যাপক আশরাফুল আলম বলেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। আর যেকোনো শিক্ষার্থীর জন্য স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষাজীবন যার যত বেশি সমৃদ্ধ তার জীবনযুদ্ধ বা স্বপ্নপূরণ ততই সহজ। তোমরা নিজেদের সফল হিসেবে উপস্থাপন করতে পেরেছো। বাকি জীবনের সব স্তরে সবার সফলতা কামনা করি।’

ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক মো. খাইরুল বাশার বলেন, ‘আমরা তোমাদের নিয়ে গর্ব করি। একটা সময় অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে অনেক কড়াকড়ি আরোপ করেছি। তোমাদের শাসন করেছি। যার ফলে তোমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছো। তোমাদের এই অর্জনে আমরা গর্বিত।’ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া মেহজাবিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ব্যাতিক্রমের অবিস্মরণীয় সাফল্য

আপলোড টাইম : ০৭:২৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
২০২২-২৩ শিক্ষাবর্ষে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে চুয়াডাঙ্গা শহরের ব্যতিক্রম শিক্ষা একাডেমি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ জনসহ মোট ৭৪ শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল শনিবার সকালে ব্যতিক্রম শিক্ষা একাডেমির পক্ষ থেকে এই ৭৪ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন সাইদুর রহমান।

অনুষ্ঠানে ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক মো. খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক আবু ইয়াজিদ, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের প্রভাষক (ইংরেজি) রুবেল হোসেন, দর্শনা সরকারি কলেজের প্রভাষক (বাংলা) মুকুল হোসেন ও একই কলেজের প্রভাষক (হিসাব বিজ্ঞান) নজরুল ইসলাম।

সুশিক্ষিত মানুষ হিসেবে নিজদের গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সহকারি অধ্যাপক আশরাফুল আলম বলেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। আর যেকোনো শিক্ষার্থীর জন্য স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষাজীবন যার যত বেশি সমৃদ্ধ তার জীবনযুদ্ধ বা স্বপ্নপূরণ ততই সহজ। তোমরা নিজেদের সফল হিসেবে উপস্থাপন করতে পেরেছো। বাকি জীবনের সব স্তরে সবার সফলতা কামনা করি।’

ব্যতিক্রম শিক্ষা একাডেমির পরিচালক মো. খাইরুল বাশার বলেন, ‘আমরা তোমাদের নিয়ে গর্ব করি। একটা সময় অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে অনেক কড়াকড়ি আরোপ করেছি। তোমাদের শাসন করেছি। যার ফলে তোমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছো। তোমাদের এই অর্জনে আমরা গর্বিত।’ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া মেহজাবিন।