ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বিশ্ব নাট্য দিবস পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নাট্য দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় এ উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গার অরিন্দম, সংলাপ, উদীচীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মো. আলাউদ্দিন। আলোচনা সভা পর্বের শুরুতেই বিশ্ব নাট্যদিবস এর এ বছরে দেয়া মঞ্চ সারথি আতাউর রহমানের বাণী পাঠ করেন আশরাফুজ্জামান মিথুন এবং যুক্তরাষ্ট্রের প্রথিতযশা অপেরা থিয়েটার উৎসব পরিচালক অধ্যাপক পিটার সেলার্স এর বাণী পাঠ করেন সাইফুল ইসলাম।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অরিন্দমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, শেখ ফরিদ উদ্দিন, হেলাল উদ্দিন বিশ্বাস, শাহিন উল কাদির।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত। উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে প্রতিবছর সারাবিশ্বে মঞ্চের কর্মীরা এ দিবসটি পালন করে থাকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বিশ্ব নাট্য দিবস পালিত

আপলোড টাইম : ০৬:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নাট্য দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় এ উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গার অরিন্দম, সংলাপ, উদীচীসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মো. আলাউদ্দিন। আলোচনা সভা পর্বের শুরুতেই বিশ্ব নাট্যদিবস এর এ বছরে দেয়া মঞ্চ সারথি আতাউর রহমানের বাণী পাঠ করেন আশরাফুজ্জামান মিথুন এবং যুক্তরাষ্ট্রের প্রথিতযশা অপেরা থিয়েটার উৎসব পরিচালক অধ্যাপক পিটার সেলার্স এর বাণী পাঠ করেন সাইফুল ইসলাম।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অরিন্দমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, শেখ ফরিদ উদ্দিন, হেলাল উদ্দিন বিশ্বাস, শাহিন উল কাদির।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত। উল্লেখ্য, ১৯৬২ সাল থেকে প্রতিবছর সারাবিশ্বে মঞ্চের কর্মীরা এ দিবসটি পালন করে থাকে।