ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় বাজার তদারকিতে বিশেষ টাস্কফোর্সের অভিযান

বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের বড় বাজার পরিদর্শনকালে ডিম, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ভাউচার পরীক্ষা করা হয়। এসময় ব্যবসায়ীদের প্রতি বিধি অনুযায়ী সঠিকভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন উপস্থিত কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে এবং ক্রেতা সাধারণের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন থেকে গত বৃহস্পতিবার বিশেষ টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়। এই কমিটি জেলা ও  উপজেলা পর্যায়ে দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

বড় বাজার মনিটরিং কার্যক্রমে টাস্কফোর্সের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি, ক্যাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকবৃন্দ।

এদিকে, জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পৌর এলাকার বাজারের মুদি দোকান ও কাঁচা বাজার মনিটরিং করা হয়। গতকাল বেলা ১১টায় জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বাজারের বিভিন্ন মুদি দোকান ও পৌর কাঁচাবাজার মনিটরিং করেন তিনি। এসময় ব্যবসায়ীদের দৈনন্দিন মালামাল ক্রয় ও বিক্রয়ের তালিকা দোকানে সংরক্ষণ করার জন্য  নির্দেশ প্রদান করেন। এসময় জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় বাজার তদারকিতে বিশেষ টাস্কফোর্সের অভিযান

বিধি অনুযায়ী ব্যবসা পরিচালনার পরামর্শ

আপলোড টাইম : ০৪:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারকির লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের বড় বাজার পরিদর্শনকালে ডিম, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং ভাউচার পরীক্ষা করা হয়। এসময় ব্যবসায়ীদের প্রতি বিধি অনুযায়ী সঠিকভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন উপস্থিত কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে এবং ক্রেতা সাধারণের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন থেকে গত বৃহস্পতিবার বিশেষ টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়। এই কমিটি জেলা ও  উপজেলা পর্যায়ে দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।

বড় বাজার মনিটরিং কার্যক্রমে টাস্কফোর্সের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হামিদ রেজা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি বিপণন কার্যালয়ের প্রতিনিধি, ক্যাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকবৃন্দ।

এদিকে, জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পৌর এলাকার বাজারের মুদি দোকান ও কাঁচা বাজার মনিটরিং করা হয়। গতকাল বেলা ১১টায় জীবননগর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বাজারের বিভিন্ন মুদি দোকান ও পৌর কাঁচাবাজার মনিটরিং করেন তিনি। এসময় ব্যবসায়ীদের দৈনন্দিন মালামাল ক্রয় ও বিক্রয়ের তালিকা দোকানে সংরক্ষণ করার জন্য  নির্দেশ প্রদান করেন। এসময় জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।