ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • / ২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরে ৬৮ পিস প্যাথেডিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরতলী দৌলতদিয়াড় চুনুরীপাড়ার থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকার মৃত রমজান আলীর ছেলে আসাদুল হক মিন্টু (৪৮), একই এলাকার মৃত মতলেব আলীর ছেলে তোতা মিয়া (৫০), কাউছার আলীর ছেলে মশিয়ার রহমান (৪০), আজমত আলীর ছেলে ওয়াদুদ শেখ (৫০) ও শেখপাড়ার মৃত শহিদুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে শহরের দৌলতদিয়াড় চুনুরীপাড়ায় মদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইদুজ্জামানসহ সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৮ (আটষট্টি) পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করেন। প্যাথেডিনসহ পাঁচ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে ১ নম্বর আসমি আসাদুল হক মিন্টুর বিরুদ্ধে ১১টি ২ নম্বর আসামি তোতা মিয়ার বিরুদ্ধে ৮টি  এবং ৩ নম্বর আসামি মশিয়ার রহমানের বিরুদ্ধে ৩টি মামলা আছে। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় প্যাথেডিনসহ পাঁচজন গ্রেপ্তার

আপলোড টাইম : ১১:৩২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গা শহরে ৬৮ পিস প্যাথেডিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরতলী দৌলতদিয়াড় চুনুরীপাড়ার থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকার মৃত রমজান আলীর ছেলে আসাদুল হক মিন্টু (৪৮), একই এলাকার মৃত মতলেব আলীর ছেলে তোতা মিয়া (৫০), কাউছার আলীর ছেলে মশিয়ার রহমান (৪০), আজমত আলীর ছেলে ওয়াদুদ শেখ (৫০) ও শেখপাড়ার মৃত শহিদুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে শহরের দৌলতদিয়াড় চুনুরীপাড়ায় মদকদ্রব্য বেচা-কেনা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইদুজ্জামানসহ সহযোগী ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬৮ (আটষট্টি) পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করেন। প্যাথেডিনসহ পাঁচ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে ১ নম্বর আসমি আসাদুল হক মিন্টুর বিরুদ্ধে ১১টি ২ নম্বর আসামি তোতা মিয়ার বিরুদ্ধে ৮টি  এবং ৩ নম্বর আসামি মশিয়ার রহমানের বিরুদ্ধে ৩টি মামলা আছে। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।