ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নাজিম মণ্ডলের ছেলে ডালিম মিয়া (২৭), একই উপজেলার হুদাপাড়ার দয়াল খাঁর ছেলে তোরাব খাঁ (৩২) ও হেমায়েতপুর ব্রিজ মোড়ের মৃত নূর মোহাম্মদের ছেলে সামাদুল ইসলাম সামাদ (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাতসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া ভালাইপুর পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

আপলোড টাইম : ০৪:৪৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার নাজিম মণ্ডলের ছেলে ডালিম মিয়া (২৭), একই উপজেলার হুদাপাড়ার দয়াল খাঁর ছেলে তোরাব খাঁ (৩২) ও হেমায়েতপুর ব্রিজ মোড়ের মৃত নূর মোহাম্মদের ছেলে সামাদুল ইসলাম সামাদ (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাতসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া ভালাইপুর পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। এসময় আটককৃতদের শরীর তল্লাশি করে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।