ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় পরিবারের সদস্যদের অসাবধানতায় রান্নাঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

পরিবারের সদস্যদের অসাবধানতায় চুয়াডাঙ্গা পৌর শহরের একটি তিনতলা বাড়ির ছাদে অবস্থিত রান্নাঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা জামে মসজিদের বিপরিতে অবস্থিত মাহাবুব ম্যানসনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সর্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ‘শীতকালীন সময় হওয়ায় তিনতলার ছাদের রান্নাঘরেই বাড়ির সদস্যদের জন্য রান্না করা হয়। প্রতিদিনের ন্যায় গতকালও রান্না শেষে চুলার ওপর কাচা কাঠখড়ি শুকাতে দেয়। আগুনের তাপে সন্ধ্যার দিকে কাচা কাঠ শুকিয়ে গেলে তাতে আগুন ধরে যায়। চুলা থেকে আগুন সমস্ত রান্নাঘড়ে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তিনতলার ওপড়ে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় রান্না ঘরের কিছু জিনিসপত্র ও কাঠখড়ি পুরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় পরিবারের সদস্যদের অসাবধানতায় রান্নাঘরে আগুন

আপলোড টাইম : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

পরিবারের সদস্যদের অসাবধানতায় চুয়াডাঙ্গা পৌর শহরের একটি তিনতলা বাড়ির ছাদে অবস্থিত রান্নাঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মওলা জামে মসজিদের বিপরিতে অবস্থিত মাহাবুব ম্যানসনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সর্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, ‘শীতকালীন সময় হওয়ায় তিনতলার ছাদের রান্নাঘরেই বাড়ির সদস্যদের জন্য রান্না করা হয়। প্রতিদিনের ন্যায় গতকালও রান্না শেষে চুলার ওপর কাচা কাঠখড়ি শুকাতে দেয়। আগুনের তাপে সন্ধ্যার দিকে কাচা কাঠ শুকিয়ে গেলে তাতে আগুন ধরে যায়। চুলা থেকে আগুন সমস্ত রান্নাঘড়ে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তিনতলার ওপড়ে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় রান্না ঘরের কিছু জিনিসপত্র ও কাঠখড়ি পুরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।