ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় নিজ অর্থায়নে সেলাই মেশিন বিতরণকালে আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নিজ অর্থায়নে গরীব ও অসহায় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিশ্বাস টাওয়ারে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা বর্তমান সমাজে সবক্ষেত্রেই প্রতিষ্ঠিত। তারা এখন আর পুরুষদের তুলনায় পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, যাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, এর মাধ্যমে তারা সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি আয় করে স্বাচ্ছন্দে জীবনযাপনের পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। মনে রাখতে হবে কঠোর পরিশ্রম ভাগ্য উন্নয়নের চাবিকাঠি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নিজ অর্থায়নে সেলাই মেশিন বিতরণকালে আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০২:৪০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের নিজ অর্থায়নে গরীব ও অসহায় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডে বিশ্বাস টাওয়ারে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীরা বর্তমান সমাজে সবক্ষেত্রেই প্রতিষ্ঠিত। তারা এখন আর পুরুষদের তুলনায় পিছিয়ে নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, যাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছে, এর মাধ্যমে তারা সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি আয় করে স্বাচ্ছন্দে জীবনযাপনের পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। মনে রাখতে হবে কঠোর পরিশ্রম ভাগ্য উন্নয়নের চাবিকাঠি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি প্রমুখ।