ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায়-দর্শনা আঞ্চলিক মহাসড়কে পিকআপে র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত যানবাহন পিকআপে তল্লাশি চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। গতকাল সোমবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ থানাধীন কুটুরী গ্রামের চুন্নু মিয়ার ছেলে মো. ফয়সাল (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভালাইপুর গ্রামের মৃত জনাব মণ্ডলের মেয়ে বিথী বেগম ওরফে জাহানারা (৩৩) এবং দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাগর আলী (১৮)। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে পিকআপযোগে ফেনসিডিল পাচার হবে। সংবাদ পেয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ এলাকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৩৮০১) তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এসময় ওই পিকআপ থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এর সাথে জড়িত তিনজনকে আটক করে। এছাড়াও তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৩টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ৪১ হাজার ৫৩০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায়-দর্শনা আঞ্চলিক মহাসড়কে পিকআপে র‌্যাবের অভিযানে ৬৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

আপলোড টাইম : ০৯:১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত যানবাহন পিকআপে তল্লাশি চালিয়ে ৬৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। গতকাল সোমবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ থানাধীন কুটুরী গ্রামের চুন্নু মিয়ার ছেলে মো. ফয়সাল (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন ভালাইপুর গ্রামের মৃত জনাব মণ্ডলের মেয়ে বিথী বেগম ওরফে জাহানারা (৩৩) এবং দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে সাগর আলী (১৮)। গতকাল সোমবার দুপুরে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে পিকআপযোগে ফেনসিডিল পাচার হবে। সংবাদ পেয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ এলাকার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এম.এল.টি সাইট কার্যালয়ের সামনে মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৩৮০১) তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এসময় ওই পিকআপ থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এর সাথে জড়িত তিনজনকে আটক করে। এছাড়াও তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৩টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ৪১ হাজার ৫৩০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।