ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ঝড়ে পাঁচতলা ভবনের দেওয়াল ধস, জখম ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ঝড়ে পাঁচতলা ভবনের ইটের দেওয়াল পড়ে মাবুদুর রহমান টুকু নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জীবননগর বাসস্ট্যান্ডপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম টুকু জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার ইসাহক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঝড়ের সময় বাড়ির ছাদের কবুতর ঘরের দরজা বন্ধ করতে যান মাবুদুর রহমান টুকু। তাদের বাড়ির দেওয়াল ঘেসে থাকা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সুমনের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর তলার একটি দেওয়াল ঝড়ে ভেঙে টুকুর বাড়ির ছাদের ওপড়ে পড়ে। এসময় ছাদের ওপড়ে থাকা টুকু সামান্যের জন্য প্রাণে বেঁচে গেলেও ইটের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক টুকুকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

মাবুদুর রহমান টুকুর বড় ভাই মাসুদ শেখ বলেন, ‘বহুতল ভবন নির্মাণের জন্য একফিট জায়গাও ভবন মালিক সুমন ছাড়েনি। একেবারে আমাদের বাড়ির দেওয়ালের কোল ঘেষে পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছে সে। যদি আমাদের বাড়ির ওপড়ে টিনের ছাউনী থাকতো তাহলে হয়তো বাড়ির সকলেই মারা যেতাম। ছাদের ওপর দুই-তিনশ ইট পড়েছে। একটা আস্ত ইট আমার ছোট ভাইয়ের মাথায় পড়লে সেতো মারায় যেত। একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে ইটের আঘাতে গুরুতর জখম হয়েছে টুকু।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘রাত দশটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় টুকুকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পাড়ি ঝড়ে ইটের দেওয়াল পড়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় ও পায়ে ইটের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে ভর্তির পরামর্শ দেওয়া হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ঝড়ে পাঁচতলা ভবনের দেওয়াল ধস, জখম ১

আপলোড টাইম : ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ঝড়ে পাঁচতলা ভবনের ইটের দেওয়াল পড়ে মাবুদুর রহমান টুকু নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জীবননগর বাসস্ট্যান্ডপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম টুকু জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার ইসাহক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ঝড়ের সময় বাড়ির ছাদের কবুতর ঘরের দরজা বন্ধ করতে যান মাবুদুর রহমান টুকু। তাদের বাড়ির দেওয়াল ঘেসে থাকা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সুমনের নির্মাণাধীন পাঁচতলা ভবনের ওপর তলার একটি দেওয়াল ঝড়ে ভেঙে টুকুর বাড়ির ছাদের ওপড়ে পড়ে। এসময় ছাদের ওপড়ে থাকা টুকু সামান্যের জন্য প্রাণে বেঁচে গেলেও ইটের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক টুকুকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

মাবুদুর রহমান টুকুর বড় ভাই মাসুদ শেখ বলেন, ‘বহুতল ভবন নির্মাণের জন্য একফিট জায়গাও ভবন মালিক সুমন ছাড়েনি। একেবারে আমাদের বাড়ির দেওয়ালের কোল ঘেষে পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মাণ করেছে সে। যদি আমাদের বাড়ির ওপড়ে টিনের ছাউনী থাকতো তাহলে হয়তো বাড়ির সকলেই মারা যেতাম। ছাদের ওপর দুই-তিনশ ইট পড়েছে। একটা আস্ত ইট আমার ছোট ভাইয়ের মাথায় পড়লে সেতো মারায় যেত। একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে ইটের আঘাতে গুরুতর জখম হয়েছে টুকু।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘রাত দশটার দিকে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় টুকুকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পাড়ি ঝড়ে ইটের দেওয়াল পড়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় ও পায়ে ইটের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে ভর্তির পরামর্শ দেওয়া হয়।’