ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার আরও এক আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে জোড়া খুন মামলার আরও এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়া থেকে মামলার এজহারভুক্ত আসামি হৃদয়কে (২৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হৃদয় জোড়া খুনের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গতকাল ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর পূর্বে গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে আটক হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়া গ্রামের মানিক ও মিঠু। জোড়া খুনের মামলায় তারা যথাক্রমে ৫ ও ১০ নম্বর আসামি।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার ভালাইপুর বাজারে বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে খুন হয় সজল আহমেদ ও মামুন অর রশিদ। ঘটনার পরদিন বুধবার নিহত মামুন অর রশিদের ভাই স্বপন আলী বাদী হয়ে আলুকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। গতকাল মামলার অন্যতম আসামি হৃদয়কে গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যহত আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় জোড়া খুন মামলার আরও এক আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে জোড়া খুন মামলার আরও এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার হুচুকপাড়া থেকে মামলার এজহারভুক্ত আসামি হৃদয়কে (২৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হৃদয় জোড়া খুনের ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গতকাল ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর পূর্বে গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে আটক হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হুচুকপাড়া গ্রামের মানিক ও মিঠু। জোড়া খুনের মামলায় তারা যথাক্রমে ৫ ও ১০ নম্বর আসামি।

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চুয়াডাঙ্গার সদর উপজেলার ভালাইপুর বাজারে বন্ধুর মায়ের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে খুন হয় সজল আহমেদ ও মামুন অর রশিদ। ঘটনার পরদিন বুধবার নিহত মামুন অর রশিদের ভাই স্বপন আলী বাদী হয়ে আলুকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। গতকাল মামলার অন্যতম আসামি হৃদয়কে গ্রেপ্তারের পর তাকে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যহত আছে।