ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় গ্রীন ফুড বেকারিকে জরিমানা ও বন্ধের নির্দেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • / ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার পরিচিত গ্রীন ফুড প্রোডাক্টস বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা খাবার তৈরি, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও লাইসেন্সের অতিরিক্ত পণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিককে এ জরিমানা করা হয়। সেই সাথে ওই প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিএম তারিক উজ জামান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের গ্রীন ফুড নামের বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে যাওয়ার পর দেখা যায়, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর, নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা খাবার তৈরি করছে। সেই সাথে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সে উল্লেখ আছে তিনটি খাদ্য উৎপাদনের অনুমতি। সেখানে ওই প্রতিষ্ঠানটি ২৫ থেকে ৩০ রকমের খাদ্যদ্রব্য তৈরি করছে। শুধু তাই না, গ্রীন ফুড নামের আরও একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে অভিযান চালিয়ে পঁচা খাবার উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান মালিক বাবু হাসান জোয়ার্দ্দারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই মিজানুর রহমান তালকদারের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় গ্রীন ফুড বেকারিকে জরিমানা ও বন্ধের নির্দেশ

আপলোড টাইম : ০৩:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার পরিচিত গ্রীন ফুড প্রোডাক্টস বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা খাবার তৈরি, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও লাইসেন্সের অতিরিক্ত পণ্য তৈরির অভিযোগে প্রতিষ্ঠান মালিককে এ জরিমানা করা হয়। সেই সাথে ওই প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিএম তারিক উজ জামান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের গ্রীন ফুড নামের বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে যাওয়ার পর দেখা যায়, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে অস্বাস্থ্যকর, নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে পঁচা খাবার তৈরি করছে। সেই সাথে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সে উল্লেখ আছে তিনটি খাদ্য উৎপাদনের অনুমতি। সেখানে ওই প্রতিষ্ঠানটি ২৫ থেকে ৩০ রকমের খাদ্যদ্রব্য তৈরি করছে। শুধু তাই না, গ্রীন ফুড নামের আরও একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে অভিযান চালিয়ে পঁচা খাবার উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান মালিক বাবু হাসান জোয়ার্দ্দারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই মিজানুর রহমান তালকদারের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।