ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় কেরুর বিলাতি মদসহ ঝিনাইদহের গাফফার আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাফফার (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কেটেরমাঠ-কালুপোল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির বিলাতি মদ উদ্ধার করা হয়। আটক গাফফার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিবনগর মাঝেরপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে। এ ঘটনায় পালিয়ে যায় গাফফারের সহযোগী একই উপজেলার লক্ষীপুর মাঠপাড়ার কলমের ছেলে রাজিব।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার সরোজগঞ্জ যুবরাজ ফাস্ট ফুডের দোকানের সামনে থেকে গাফফার আটক হয়। পরে তার নিকট থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ বোতল কেরুর বিলাতি মদ উদ্ধার হয়। একই সাথে গাফফারের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গতকালই মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় কেরুর বিলাতি মদসহ ঝিনাইদহের গাফফার আটক

আপলোড টাইম : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গাফফার (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তার। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কেটেরমাঠ-কালুপোল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির বিলাতি মদ উদ্ধার করা হয়। আটক গাফফার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিবনগর মাঝেরপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে। এ ঘটনায় পালিয়ে যায় গাফফারের সহযোগী একই উপজেলার লক্ষীপুর মাঠপাড়ার কলমের ছেলে রাজিব।

অভিযান সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার সরোজগঞ্জ যুবরাজ ফাস্ট ফুডের দোকানের সামনে থেকে গাফফার আটক হয়। পরে তার নিকট থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ বোতল কেরুর বিলাতি মদ উদ্ধার হয়। একই সাথে গাফফারের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গতকালই মাদকদ্রব্য নিয়স্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।