ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ও আলমডাঙ্গায় কর্মী সভা এবং গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস গণসংযোগ ও কর্মীসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালি বাজারে গণসংযোগ এবং সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার চৌরাস্তার মোড়ে কর্মীসভা ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছালে নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল বিশ্বাস দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরাবরের মতো আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা ‘আগুন সন্ত্রাসের’ মতো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক আছে। আন্দোলনের নামে তাদের সব ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে আমাদের সাধারণ মানুষের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানিয়ে আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আগামী নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমাকে ভালো করেই চেনেন এবং জানেন। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই।

কর্মীসভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় ও পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী কৃষকলীগের সহসভাপতি সেলিম মল্লিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য হাসান মেম্বার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিকদার রাকিব হাসান মানিক।

কর্মীসভা ও গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য অ্যাড. আব্দুল আলিম, পাপেল মিয়া, আব্দুস সামাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহাঙ্গির হোসেন, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা টুকু মিয়া, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক সেনা কর্মকর্তা সেলিম মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শাহিন বিশ্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আকাশ মোল্লা, গাংনী ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহিদ, গাংনি ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধ ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা বাবুল, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুজ, রাকিব, সাগর, ইমন, নাছের, হৃদয়, হাফিজুর রহমান শিলন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ও আলমডাঙ্গায় কর্মী সভা এবং গণসংযোগকালে আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস গণসংযোগ ও কর্মীসভা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালি বাজারে গণসংযোগ এবং সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার চৌরাস্তার মোড়ে কর্মীসভা ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগ ও কর্মীসভায় আসাদুল হক বিশ্বাস পৌঁছালে নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এসময় নেতা-কর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিশেষ মিছিলও বের করেন।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল বিশ্বাস দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বরাবরের মতো আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা ‘আগুন সন্ত্রাসের’ মতো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে পারে। কিন্তু আমরা বলে দিতে চাই, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক আছে। আন্দোলনের নামে তাদের সব ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রাজপথে থেকে প্রতিহত করবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে আমাদের সাধারণ মানুষের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থেকে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দ্বাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জানিয়ে আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আগামী নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমাকে ভালো করেই চেনেন এবং জানেন। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই।

কর্মীসভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির পরিচালনায় ও পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী কৃষকলীগের সহসভাপতি সেলিম মল্লিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য হাসান মেম্বার, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিকদার রাকিব হাসান মানিক।

কর্মীসভা ও গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য অ্যাড. আব্দুল আলিম, পাপেল মিয়া, আব্দুস সামাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহাঙ্গির হোসেন, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা টুকু মিয়া, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক সেনা কর্মকর্তা সেলিম মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শাহিন বিশ্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য আকাশ মোল্লা, গাংনী ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহিদ, গাংনি ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন খোকন, বীর মুক্তিযোদ্ধ ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা বাবুল, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সবুজ, রাকিব, সাগর, ইমন, নাছের, হৃদয়, হাফিজুর রহমান শিলন প্রমুখ।