ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের চায়ের হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক হাতিকাটা মোড়পাড়ার মৃত জুবান মন্ডলের ছেলে।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনোয়ার হোসেন বলেন, গতকাল রাত ৯টার দিকে হাতিকাটা চায়ের হাটের সামনে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন আব্দুল মালেক। এসময় একটি ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আফরিনা হীরা পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

ডা. আফরিনা হীরা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ঘটনাটি শোনার পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়েছিলাম। আব্দুল মালেকের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেছে। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

আপলোড টাইম : ১১:১৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মালেক (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের চায়ের হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক হাতিকাটা মোড়পাড়ার মৃত জুবান মন্ডলের ছেলে।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনোয়ার হোসেন বলেন, গতকাল রাত ৯টার দিকে হাতিকাটা চায়ের হাটের সামনে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন আব্দুল মালেক। এসময় একটি ইজিবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আফরিনা হীরা পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

ডা. আফরিনা হীরা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ঘটনাটি শোনার পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়েছিলাম। আব্দুল মালেকের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেছে। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।