ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আল আরাফা ইসলামী ব্যাংক এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক:
দেশের কৃষি স্বনির্ভরতা বৃদ্ধি এবং আমদানী নির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংক এর ১ হাজার কোটি টাকা পুন:অর্থায়ন স্কিম এর আওতায় গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষে চুয়াডাঙ্গায় ১৬১ জন প্রান্তিক কৃষকদের মাঝে সরাসরি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে পৌর এলাকার মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারিতে এ বিনিয়োগ বিতরণ করা হয়। আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক মো. ওয়ালিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএআইডি-২ মো. মনজুর হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাদ্য তালিকায় আমাদের দেশে চালের পরেই গম গুরুত্বপূর্ণ। কিন্তু দেশে যে পরিমাণ গম উৎপাদন হয় তা সম্পূর্ণ চাহিদা মেটাতে পারে না। ফলে চাহিদা মেটাতে গম বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। দেশের কৃষক ও কৃষি খাতকে এগিয়ে নিতে গম ও ভুট্টা চাষে সরকার এ স্কিম চালু করেছে। যাতে দেশের মাটিতে এসব খাদ্যপণ্য আরও বেশি উৎপাদন করে দেশের চাহিদা মেটাতে পারে।

বিনিয়োগের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় উপস্থিত ছিলেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের ইওসিএমএআইডি-২ মো. সাব্বির আলী, খুলনা জোনাল অফিসের এসইও মো. কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র রোকআন থেকে তিলাওয়াত করেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার প্রধান অফিস সহকারী মীর হাসানুজ্জামান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এর ১ হাজার কোটি টাকা পুন:অর্থায়ন স্কিম এর আওতায় ১৬১ জন প্রান্তিক চাষীদের মাঝে গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আল আরাফা ইসলামী ব্যাংক এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

আপলোড টাইম : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩


নিজস্ব প্রতিবেদক:
দেশের কৃষি স্বনির্ভরতা বৃদ্ধি এবং আমদানী নির্ভরতা কমাতে বাংলাদেশ ব্যাংক এর ১ হাজার কোটি টাকা পুন:অর্থায়ন স্কিম এর আওতায় গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষে চুয়াডাঙ্গায় ১৬১ জন প্রান্তিক কৃষকদের মাঝে সরাসরি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে পৌর এলাকার মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারিতে এ বিনিয়োগ বিতরণ করা হয়। আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক মো. ওয়ালিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএআইডি-২ মো. মনজুর হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাদ্য তালিকায় আমাদের দেশে চালের পরেই গম গুরুত্বপূর্ণ। কিন্তু দেশে যে পরিমাণ গম উৎপাদন হয় তা সম্পূর্ণ চাহিদা মেটাতে পারে না। ফলে চাহিদা মেটাতে গম বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। দেশের কৃষক ও কৃষি খাতকে এগিয়ে নিতে গম ও ভুট্টা চাষে সরকার এ স্কিম চালু করেছে। যাতে দেশের মাটিতে এসব খাদ্যপণ্য আরও বেশি উৎপাদন করে দেশের চাহিদা মেটাতে পারে।

বিনিয়োগের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় উপস্থিত ছিলেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের ইওসিএমএআইডি-২ মো. সাব্বির আলী, খুলনা জোনাল অফিসের এসইও মো. কামরুল হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র রোকআন থেকে তিলাওয়াত করেন আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার প্রধান অফিস সহকারী মীর হাসানুজ্জামান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এর ১ হাজার কোটি টাকা পুন:অর্থায়ন স্কিম এর আওতায় ১৬১ জন প্রান্তিক চাষীদের মাঝে গম ও ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ বিতরণ করা হয়।