ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলমসাধুর ধাক্কায় জাকির হোসেন (১৫) ও সাবিত (১৭) নামের দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ সংলগ্ন বহালগাছি মোড়ের কাছে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন শংকরচন্দ্র ইউনিয়নের কিরণগাছী গ্রামের পূর্বপাড়ার সাহাবুলের ইসলোমের ছেলে। সে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর আহত সাবিত নবীননগর পশ্চিমপাড়ার আশাদুল ইসলামের ছেলে। সে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত সরোজগঞ্জ থেকে কিরণগাছী গ্রামে জাকিরকে আনতে গেছিল। ফেরার পথে জাকিরকে নিয়ে সাবিত আসছিল মোটরসাইকেল চালিয়ে। তারা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জ সংলগ্ন বহালগাছি মোড়ের কাছে এসে পৌঁছালে একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে জাকির ও সাবিত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই তাদের দুজনকে ঢাকার পঙ্গুতে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হয়।

এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

আপলোড টাইম : ০৪:৩৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আলমসাধুর ধাক্কায় জাকির হোসেন (১৫) ও সাবিত (১৭) নামের দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ সংলগ্ন বহালগাছি মোড়ের কাছে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন শংকরচন্দ্র ইউনিয়নের কিরণগাছী গ্রামের পূর্বপাড়ার সাহাবুলের ইসলোমের ছেলে। সে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর আহত সাবিত নবীননগর পশ্চিমপাড়ার আশাদুল ইসলামের ছেলে। সে সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবিত সরোজগঞ্জ থেকে কিরণগাছী গ্রামে জাকিরকে আনতে গেছিল। ফেরার পথে জাকিরকে নিয়ে সাবিত আসছিল মোটরসাইকেল চালিয়ে। তারা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সরোজগঞ্জ সংলগ্ন বহালগাছি মোড়ের কাছে এসে পৌঁছালে একটি আলমসাধুর সাথে ধাক্কা লাগে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে জাকির ও সাবিত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। তবে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই তাদের দুজনকে ঢাকার পঙ্গুতে নেওয়ার উদ্দেশ্যে রওনা করা হয়।

এ বিষয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।