ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মো. দিপু (২১) ও সাবিব জামান (১৮) নামের দুই যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ডিজিটাল মোড়ের অদূরে সরকারি ফুড গোডাউনের সামনে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে সাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। দিপু গুলশানপাড়ার লাভলুর ছেলে আর সাবিব পলাশপাড়ার কামরুজ্জামান টুটুলের ছেলে ।

দিপু বলেন, ‘রাতে আমি ও সাবিব মোটরসাইকেলযোগে ফার্মপাড়া থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমরা ফুড গোডাউনের সামনের মাটির রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে সেখানে থাকা কানা পুকুরপাড়ার সাকিব, ঈদগাহপাড়ার সৌরভ, ছিয়াদ, লেবু ফার্মপাড়ার জিম ও ফাহিম আমাদের গতিরোধ করেন। তারা কোনো কথা ছাড়াই আমাদের কুপিয়ে জখম করে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনে। দুজনের শরীরের বিভিন্নস্থান ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। এদের মধ্যে দিপুকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে সাবিবের জখম গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৮:৩৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মো. দিপু (২১) ও সাবিব জামান (১৮) নামের দুই যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ডিজিটাল মোড়ের অদূরে সরকারি ফুড গোডাউনের সামনে এ সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে সাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। দিপু গুলশানপাড়ার লাভলুর ছেলে আর সাবিব পলাশপাড়ার কামরুজ্জামান টুটুলের ছেলে ।

দিপু বলেন, ‘রাতে আমি ও সাবিব মোটরসাইকেলযোগে ফার্মপাড়া থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমরা ফুড গোডাউনের সামনের মাটির রাস্তার মোড়ে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে সেখানে থাকা কানা পুকুরপাড়ার সাকিব, ঈদগাহপাড়ার সৌরভ, ছিয়াদ, লেবু ফার্মপাড়ার জিম ও ফাহিম আমাদের গতিরোধ করেন। তারা কোনো কথা ছাড়াই আমাদের কুপিয়ে জখম করে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় দুই যুবককে জরুরি বিভাগে আনে। দুজনের শরীরের বিভিন্নস্থান ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। এদের মধ্যে দিপুকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তবে সাবিবের জখম গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটেছে।’