ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের আয়োজনে গণশুনানিতে এমআরএ এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গ্রেড-১ মো. ফসিউল্লাহ্ বলেছেন, জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের আর্থসামাজিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে গণশুনানিতে এসব কথা বলেন এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। এরপরে আত্মবিশ্বাসের আয়োজনে ও এমআরএ-এর উদ্যোগে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আত্মবিশ্বাস’ এ কর্মরত শাখা ব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের অংশগ্রহণে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্। বেলা দেড়টায় এ প্রশিক্ষণের উদ্বোধন হয় চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে।
গণশুনানিকালে এমআরএ ভাইস চেয়ারম্যান আত্মবিশ্বাসের নারী ও পুরুষ গ্রাহক এবং গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষুদ্র ঋণ নিয়ে লাভবান কিনা বা ঋণের অর্থ কি ধরনের কাজে এ অঞ্চলের মানুষ বেশি ব্যবহার করে সেসব বিষয়ে শোনেন। এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ আরও বলেন, একবার ঋণ নিয়ে বারবার ঋণের দিকে ঝোকা যাবে না। নিজেদের স¦াবলম্বী করার জন্য ঋণ নিতে হবে। ঋণের অর্থ কাজে লাগাতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিবেন না। নিজেদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করবেন। নিজেকেই নিজের কাজ করতে হয়। যেকোনো কাজের জন্য অর্থের দরকার। অর্থ কাজে লাগাতে হবে। অনেক সময় দেখা যায় ঋণ নিয়ে নারীরা গরু বা ছাগল পালন করছেন। কিন্তু সেটি মারা গেল। মারা যাওয়ার পর তো পুরোটাই ঋণ গ্রহীতার ক্ষতি। সরকার এটি নিয়ে বীমা চালু করার কথা ভাবছে। বীমা চালু হলে, আপনাদের অনিশ্চয়তার পরিমাণ কমবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তা হতে হলে আগে ইচ্ছাশক্তি থাকতে হবে। সমস্যা সমাধানে এগিয়ে যাবার পজিটিভ মানসিকতাই চালিকা শক্তি। অনেকেই ঋণের পরিমাণ বেশি দেওয়ার জন্য বলেছেন। ক্ষুদ্র ব্যবসা থাকলেই ভালো অঙ্কের লোন পাবেন। আপনার ঋণ নিয়ে কাজ করে সুবিধা হচ্ছে, সেজন্যই নিচ্ছেন।
এমআরএ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ আত্মবিশ্বাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আত্মবিশ্বাস একটি ভালো প্রতিষ্ঠান। আমি খুবই খুশি হয়েছি। এখানে যারা আছেন, তারা মানুষের সাথে আন্তরিক। দেশের প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে আত্মবিশ্বাস অন্যতম।
প্রশিক্ষণের উদ্বোধন ও গণশুনানি উভয় অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, আপনারা জানেন আত্মবিশ্বাস ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে আইনগত বৈধতা নিয়ে আমরা কাজ শুরু করি। পরবর্তীতে বিভিন্ন দেশি-বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের জন্য আত্মবিশ্বাস কাজ করছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে আমাদের বর্তমার ভাইস চেয়ারম্যান স্যার দায়িত্ব নেওয়ার পর আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। সরকার এবং এমআরএ-এর নির্দেশনা অনুযায়ী আমরা সব কাজ করে থাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, উপ-পরিচালক ফরিদুল হক, সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। আত্মবিশ্বাসের গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন, সালাউদ্দীন চান্নু, সেলিনা বেগম, জামিলা খাতুন প্রমুখ। এদিকে, জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আত্মবিশ্বাস’ এ কর্মরত শাখা ব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের অংশগ্রহণে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক নূরে আলম মেহেদী, উপ-পরিচালক শহিদুল আহসান, উপ-পরিচালক মিজানুর রহতান, উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী পরিচালক আরিফুজ্জামান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের আয়োজনে গণশুনানিতে এমআরএ এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্

আপলোড টাইম : ১২:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গ্রেড-১ মো. ফসিউল্লাহ্ বলেছেন, জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের আর্থসামাজিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে গণশুনানিতে এসব কথা বলেন এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। এরপরে আত্মবিশ্বাসের আয়োজনে ও এমআরএ-এর উদ্যোগে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আত্মবিশ্বাস’ এ কর্মরত শাখা ব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের অংশগ্রহণে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্। বেলা দেড়টায় এ প্রশিক্ষণের উদ্বোধন হয় চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে।
গণশুনানিকালে এমআরএ ভাইস চেয়ারম্যান আত্মবিশ্বাসের নারী ও পুরুষ গ্রাহক এবং গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষুদ্র ঋণ নিয়ে লাভবান কিনা বা ঋণের অর্থ কি ধরনের কাজে এ অঞ্চলের মানুষ বেশি ব্যবহার করে সেসব বিষয়ে শোনেন। এমআরএ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ আরও বলেন, একবার ঋণ নিয়ে বারবার ঋণের দিকে ঝোকা যাবে না। নিজেদের স¦াবলম্বী করার জন্য ঋণ নিতে হবে। ঋণের অর্থ কাজে লাগাতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে, একাধিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিবেন না। নিজেদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করবেন। নিজেকেই নিজের কাজ করতে হয়। যেকোনো কাজের জন্য অর্থের দরকার। অর্থ কাজে লাগাতে হবে। অনেক সময় দেখা যায় ঋণ নিয়ে নারীরা গরু বা ছাগল পালন করছেন। কিন্তু সেটি মারা গেল। মারা যাওয়ার পর তো পুরোটাই ঋণ গ্রহীতার ক্ষতি। সরকার এটি নিয়ে বীমা চালু করার কথা ভাবছে। বীমা চালু হলে, আপনাদের অনিশ্চয়তার পরিমাণ কমবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তা হতে হলে আগে ইচ্ছাশক্তি থাকতে হবে। সমস্যা সমাধানে এগিয়ে যাবার পজিটিভ মানসিকতাই চালিকা শক্তি। অনেকেই ঋণের পরিমাণ বেশি দেওয়ার জন্য বলেছেন। ক্ষুদ্র ব্যবসা থাকলেই ভালো অঙ্কের লোন পাবেন। আপনার ঋণ নিয়ে কাজ করে সুবিধা হচ্ছে, সেজন্যই নিচ্ছেন।
এমআরএ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ আত্মবিশ্বাসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, আত্মবিশ্বাস একটি ভালো প্রতিষ্ঠান। আমি খুবই খুশি হয়েছি। এখানে যারা আছেন, তারা মানুষের সাথে আন্তরিক। দেশের প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে আত্মবিশ্বাস অন্যতম।
প্রশিক্ষণের উদ্বোধন ও গণশুনানি উভয় অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস। তিনি বলেন, আপনারা জানেন আত্মবিশ্বাস ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমদিকে আইনগত বৈধতা নিয়ে আমরা কাজ শুরু করি। পরবর্তীতে বিভিন্ন দেশি-বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের জন্য আত্মবিশ্বাস কাজ করছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে আমাদের বর্তমার ভাইস চেয়ারম্যান স্যার দায়িত্ব নেওয়ার পর আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। সরকার এবং এমআরএ-এর নির্দেশনা অনুযায়ী আমরা সব কাজ করে থাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মো. নূরে আলম মেহেদী, উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, উপ-পরিচালক ফরিদুল হক, সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। আত্মবিশ্বাসের গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন, সালাউদ্দীন চান্নু, সেলিনা বেগম, জামিলা খাতুন প্রমুখ। এদিকে, জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আত্মবিশ্বাস’ এ কর্মরত শাখা ব্যবস্থাপক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের অংশগ্রহণে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক নূরে আলম মেহেদী, উপ-পরিচালক শহিদুল আহসান, উপ-পরিচালক মিজানুর রহতান, উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহকারী পরিচালক আরিফুজ্জামান প্রমুখ।