ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অরিন্দম সুহৃদ স্মরণ দিবস উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
‘তোমার চেতনা, আদর্শ বাণী; তোমাতে শুদ্ধি, তোমাতে ঋণী’ শীর্ষক স্লোগানে অরিন্দম সুহৃদ স্মরণ দিবস উদ্যাপিত হয়েছে। প্রতিবছর ২৪ নভেম্বর অরিন্দমের স্বপ্নদ্রষ্টা শফিউদ্দিনের মৃত্যুবার্ষিকীর দিনে সংগঠনের এ যাবৎ কালের সকল পরলোকে পাড়ি দেয়া সুহৃদদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৮টায় অরিন্দম কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা অর্ধনমিত করা হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলার মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করে উদীচীর শাওন কুমার রায় ও অরিন্দমের হিরন-উর-রশীদ শান্তর ‘আগুনের পরশমণি ছোয়াও প্রাণে’ গানটি দ্বৈতকণ্ঠে গাওয়ার মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
এসময় প্রয়াতদের স্মরণে কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আলাউদ্দিন, অরিন্দমের সহসভাপতি আব্দুল মোমিন টিপু, সুহৃদ স্মরণ দিবস-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক বজলুর রহমান জোয়ার্দ্দার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী জেলা সংসদের সহসভাপতি আদিল হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ ও সংলাপ সাংস্কৃতিক জোটের সভাপতি নজির আহমেদ।
এসময় প্রয়াত সুহৃদদের পরিবারের মধ্যে থেকে ওয়ালিউর রহমান মালিক টুল্লুর মেয়ে লায়লা শারমিন, সিরাজউদ্দিনের নাতি সিয়াম শাহেদ- তাদের প্রিয়জনদের স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত করে। সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা পরিবেশন করেন হিরন-উর রশীদ শান্ত, হেলাল উদ্দিন জোয়ার্দ্দার, আব্দুস সালাম সৈকত, মনিরুজ্জামান মানিক ও দেলোয়ার হোসাইন বাপ্পী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। উপস্থাপনা করেন অরিন্দমের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার ও নৃত্য ও সংগীত বিষয়ক সম্পাদক সুমিতা দে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অরিন্দম সুহৃদ স্মরণ দিবস উদ্যাপন

আপলোড টাইম : ০৪:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
‘তোমার চেতনা, আদর্শ বাণী; তোমাতে শুদ্ধি, তোমাতে ঋণী’ শীর্ষক স্লোগানে অরিন্দম সুহৃদ স্মরণ দিবস উদ্যাপিত হয়েছে। প্রতিবছর ২৪ নভেম্বর অরিন্দমের স্বপ্নদ্রষ্টা শফিউদ্দিনের মৃত্যুবার্ষিকীর দিনে সংগঠনের এ যাবৎ কালের সকল পরলোকে পাড়ি দেয়া সুহৃদদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ৮টায় অরিন্দম কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা অর্ধনমিত করা হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলার মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করে উদীচীর শাওন কুমার রায় ও অরিন্দমের হিরন-উর-রশীদ শান্তর ‘আগুনের পরশমণি ছোয়াও প্রাণে’ গানটি দ্বৈতকণ্ঠে গাওয়ার মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
এসময় প্রয়াতদের স্মরণে কথা বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আলাউদ্দিন, অরিন্দমের সহসভাপতি আব্দুল মোমিন টিপু, সুহৃদ স্মরণ দিবস-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক বজলুর রহমান জোয়ার্দ্দার, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, উদীচী জেলা সংসদের সহসভাপতি আদিল হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ ও সংলাপ সাংস্কৃতিক জোটের সভাপতি নজির আহমেদ।
এসময় প্রয়াত সুহৃদদের পরিবারের মধ্যে থেকে ওয়ালিউর রহমান মালিক টুল্লুর মেয়ে লায়লা শারমিন, সিরাজউদ্দিনের নাতি সিয়াম শাহেদ- তাদের প্রিয়জনদের স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাইকে আবেগে আপ্লুত করে। সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা পরিবেশন করেন হিরন-উর রশীদ শান্ত, হেলাল উদ্দিন জোয়ার্দ্দার, আব্দুস সালাম সৈকত, মনিরুজ্জামান মানিক ও দেলোয়ার হোসাইন বাপ্পী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অরিন্দম চুয়াডাঙ্গার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। উপস্থাপনা করেন অরিন্দমের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জোয়ার্দ্দার ও নৃত্য ও সংগীত বিষয়ক সম্পাদক সুমিতা দে।