ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছর বয়স্ক বালক-বালিকাদের মাঝে দুই দিনব্যাপী একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ছেলেদের একক খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের একক খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ছেলেদের দ্বৈত খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের দ্বৈত খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আসিব রহমান, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সাগর। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার (১০ জানুয়ারি) বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (অবঃ) মো. আবু জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. আশরাফুল আলম, মো. আবু হানিফা প্রমুখ। সকলেই খেলোয়াড়দের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দুই দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড টাইম : ১০:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছর বয়স্ক বালক-বালিকাদের মাঝে দুই দিনব্যাপী একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নকআউট পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ছেলেদের একক খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের একক খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ছেলেদের দ্বৈত খেলায় বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ এবং মেয়েদের দ্বৈত খেলায় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আসিব রহমান, বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী ও বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সাগর। এছাড়াও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত সোমবার (১০ জানুয়ারি) বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক (অবঃ) মো. আবু জাফর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. আশরাফুল আলম, মো. আবু হানিফা প্রমুখ। সকলেই খেলোয়াড়দের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।