ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার অভিযোগে তিন যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন জুয়াড়িকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আশরাফের ছেলে মুন আহমেদ ইমন (২৫) একই এলাকার মহিদুল ইসলামের ছেলে আকিব হোসেন (২৪) ও কলিমুদ্দিন বিশ্বাসের ছেলে সম্রাট আলী ওরফে কামরান (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে দৌলতদিয়ার এলাকায় কয়েকজন যুবক অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। সংবাদ প্রাপ্তির সঙ্গে সেঙ্গ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন যুবককে আটক করা হয়। এসময় আটককৃতদেও নিকট থেকে ৪ টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে।
উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার অভিযোগে তিন যুবক আটক

আপলোড টাইম : ০৭:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে তিন জুয়াড়িকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আশরাফের ছেলে মুন আহমেদ ইমন (২৫) একই এলাকার মহিদুল ইসলামের ছেলে আকিব হোসেন (২৪) ও কলিমুদ্দিন বিশ্বাসের ছেলে সম্রাট আলী ওরফে কামরান (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে দৌলতদিয়ার এলাকায় কয়েকজন যুবক অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। সংবাদ প্রাপ্তির সঙ্গে সেঙ্গ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে তিন যুবককে আটক করা হয়। এসময় আটককৃতদেও নিকট থেকে ৪ টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে।
উপপরিদর্শক (এসআই) মেফাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত তিন যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।