ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ কসমেটিকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স শোভন স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিকস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. শাহিন আকতারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স সাব্বির কসমেটিকস-এর মালিক মো. সাব্বির আহম্মেদকে ৩৭ ও ৪৫ ধারায় ৭ হাজার টাকা, মেসার্স ইমদাদুল কসমেটিকস-এর মালিক মো. ইমদাদুল হককে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স সেলিম স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানের মালিক মো. সেলিমকে ৩৭ ও ৪১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং খারাপ কসমেটিকসগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
পরবর্তীতে আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৩:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ কসমেটিকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স শোভন স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিকস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. শাহিন আকতারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৫ হাজার টাকা, মেসার্স সাব্বির কসমেটিকস-এর মালিক মো. সাব্বির আহম্মেদকে ৩৭ ও ৪৫ ধারায় ৭ হাজার টাকা, মেসার্স ইমদাদুল কসমেটিকস-এর মালিক মো. ইমদাদুল হককে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স সেলিম স্টোর নামক কসমেটিকস প্রতিষ্ঠানের মালিক মো. সেলিমকে ৩৭ ও ৪১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং খারাপ কসমেটিকসগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।
পরবর্তীতে আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম।