ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চারতলা থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • / ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চারতলা ভবন থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা অপচেষ্টা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা-মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার অপচেষ্টাকারী সাব্বির জ্বিনতলা-মল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

            ঘটনাস্থলের নির্মানাধীণ বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এসময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এসময় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাকে ভর্তি রেখেছে।’

            আহত সাব্বিরের কয়েকজন বন্ধুসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছে। তবে কি কারণে এই মনমালিন্য তা কারো জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই সে আত্মহত্যার অপচেষ্টা করতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল পাঁচটার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেয়। রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা জানায় সাব্বির চারতলার ছাদ থেকে লাফ দিয়েছে। তবে শরীরে ও মুখে বেশ কয়েকটি আচর ও কাটা ছেলার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগে থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চারতলা থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যার চেষ্টা

আপলোড টাইম : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চারতলা ভবন থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্র আত্মহত্যা অপচেষ্টা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা-মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালে ভর্তি করে। চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার অপচেষ্টাকারী সাব্বির জ্বিনতলা-মল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

            ঘটনাস্থলের নির্মানাধীণ বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এসময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এসময় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাকে ভর্তি রেখেছে।’

            আহত সাব্বিরের কয়েকজন বন্ধুসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছে। তবে কি কারণে এই মনমালিন্য তা কারো জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই সে আত্মহত্যার অপচেষ্টা করতে পারে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল পাঁচটার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেয়। রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা জানায় সাব্বির চারতলার ছাদ থেকে লাফ দিয়েছে। তবে শরীরে ও মুখে বেশ কয়েকটি আচর ও কাটা ছেলার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগে থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।’