ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চলে গেলেন সংবাদপত্র এজেন্ট লাটু খাঁন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার অতি পরিচিতমুখ সংবাদপত্র এজেন্ট সিদ্দিক আলী খাঁন লাটু। গত শনিবার দিনগত রাত ৩টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। গতকাল রোববার বাদ যোহর চুয়াডাঙ্গা শহরের পুরাতন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। লাটু খাঁনের জানাজা ও দাফনকাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, প্রতিবেশী, শুভাকঙ্খী ও সহযোদ্ধাদের স্মৃতিকথা ও শোকগাঁথায় বারবার উচ্চারিত হচ্ছিল লাটু খাঁনের বর্ণাঢ্য সফল জীবনীর নানাদিক। বিদায় বেলায় লাটু খাঁনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় সিদ্দিক আলী খাঁন লাটু ছিলেন একজন সফল পত্রিকা ব্যবসায়ী। প্রায় ৪৫ বছর ধরে এক হাতে সামাল দিয়েছেন পরিবার থেকে পাওয়া পত্রিকার এজেন্ট ব্যবসা। সফল ব্যবসায়ী ছিলেন তিনি। পত্রিকা ব্যবসায়ের পাশাপাশি তিনি ছিলেন আদর্শবান রাজনীতিক। ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সবশেষ জেলা কৃষক লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদকও ছিলেন লাটু খান। এছাড়া সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও তিনি থাকতেন সামনের সারিতে।

       লাটু খাঁনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাসভবন ও দাফনস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গার বিশিষ্টজনরা। দুপুরে জানাজা ও দাফনকাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, ‘লাটু খাঁন ছিলেন আমার খুব কাছের প্রিয় একজন মানুষ। তিনি যেমন সদালপী হাস্যোজ্জ্বল মানুষ, তেমনি ছিলেন অমায়িক ভালো মনের মানুষ। সকলের সাথে হেসে কথা বলতেন। সফল এ ব্যবসায়ী ছিলেন রাজনীতি সচেতনও। তাঁর শূণ্যতা পূরণ হবার নয়। তাঁর অনুপস্থিতি সবসময় অনুভব করব।’

এছাড়াও জানাজা ও দাফনকাজে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, সাংবাদিক নেতাসহ বিভিন্ন স্তরের শত শত লোকজন।

জ্বিনতলা মল্লিকপাড়া নিবাসী মৃত কুদরত আলী খাঁনের ৯ সন্তানের মধ্যে সিদ্দিক আলী খাঁন লাটু ছিলেন নোয়া ছেলে। তাঁর বড়ভাই মতিয়ার রহমান খাঁন, মেজভাই বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান খাঁন ও সেজ ভাই মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন আগেই প্রয়াত হন। এছাড়া তাঁর ছোট ভাই বদর উদ্দীন খাঁন বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লাটু খাঁন ছিলেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদের নানা।

এদিকে লাটু খাঁনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবরের প্রকাশক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। সহ অন্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চলে গেলেন সংবাদপত্র এজেন্ট লাটু খাঁন

আপলোড টাইম : ০৯:৪২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার অতি পরিচিতমুখ সংবাদপত্র এজেন্ট সিদ্দিক আলী খাঁন লাটু। গত শনিবার দিনগত রাত ৩টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। গতকাল রোববার বাদ যোহর চুয়াডাঙ্গা শহরের পুরাতন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। লাটু খাঁনের জানাজা ও দাফনকাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, প্রতিবেশী, শুভাকঙ্খী ও সহযোদ্ধাদের স্মৃতিকথা ও শোকগাঁথায় বারবার উচ্চারিত হচ্ছিল লাটু খাঁনের বর্ণাঢ্য সফল জীবনীর নানাদিক। বিদায় বেলায় লাটু খাঁনের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় সিদ্দিক আলী খাঁন লাটু ছিলেন একজন সফল পত্রিকা ব্যবসায়ী। প্রায় ৪৫ বছর ধরে এক হাতে সামাল দিয়েছেন পরিবার থেকে পাওয়া পত্রিকার এজেন্ট ব্যবসা। সফল ব্যবসায়ী ছিলেন তিনি। পত্রিকা ব্যবসায়ের পাশাপাশি তিনি ছিলেন আদর্শবান রাজনীতিক। ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। সবশেষ জেলা কৃষক লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদকও ছিলেন লাটু খান। এছাড়া সামাজিক ও ধর্মীয় কার্যক্রমেও তিনি থাকতেন সামনের সারিতে।

       লাটু খাঁনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাসভবন ও দাফনস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গার বিশিষ্টজনরা। দুপুরে জানাজা ও দাফনকাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, ‘লাটু খাঁন ছিলেন আমার খুব কাছের প্রিয় একজন মানুষ। তিনি যেমন সদালপী হাস্যোজ্জ্বল মানুষ, তেমনি ছিলেন অমায়িক ভালো মনের মানুষ। সকলের সাথে হেসে কথা বলতেন। সফল এ ব্যবসায়ী ছিলেন রাজনীতি সচেতনও। তাঁর শূণ্যতা পূরণ হবার নয়। তাঁর অনুপস্থিতি সবসময় অনুভব করব।’

এছাড়াও জানাজা ও দাফনকাজে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতা, সাংবাদিক নেতাসহ বিভিন্ন স্তরের শত শত লোকজন।

জ্বিনতলা মল্লিকপাড়া নিবাসী মৃত কুদরত আলী খাঁনের ৯ সন্তানের মধ্যে সিদ্দিক আলী খাঁন লাটু ছিলেন নোয়া ছেলে। তাঁর বড়ভাই মতিয়ার রহমান খাঁন, মেজভাই বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান খাঁন ও সেজ ভাই মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খাঁন আগেই প্রয়াত হন। এছাড়া তাঁর ছোট ভাই বদর উদ্দীন খাঁন বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লাটু খাঁন ছিলেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জিসান আহমেদের নানা।

এদিকে লাটু খাঁনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবরের প্রকাশক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি তৌহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। সহ অন্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।