ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক,হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত হয়ে মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাসের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভোটের পরদিন। দীর্ঘদিন যাবত চলাচলে রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছে ১০/১৫টি পারবার। এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাস। গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মৃত ফকির আলির ছেলে জাকারিয়া বিশ্বাস। নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় সে। জনগণ ভোট না দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে একটি মহল্লার দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতাও পাওয়া গেছে। রাস্তা বন্ধ করার কারণে ওই মহল্লায় বসবাস করা ১০/১৫টি পরিবার পড়ছে ব্যাপক ভোগান্তিতে।
এবিষয়ে তিতুদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী জানান, ‘ঘটনা জানার পর আমি দুইপক্ষকে নিয়ে বসতে চেয়েছিলাম, কিন্ত তাদের উগ্রমনোভাব থাকায় বিষয়টি এড়িয়ে গেছি।’
এবিষয়ে অভিযুক্ত জাকারিয়া বিশ্বাস তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী

আপলোড টাইম : ০২:৫৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক,হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত হয়ে মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাসের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভোটের পরদিন। দীর্ঘদিন যাবত চলাচলে রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ছে ১০/১৫টি পারবার। এদিকে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মেম্বার পদপ্রার্থী জাকারিয়া বিশ্বাস। গত ৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের মৃত ফকির আলির ছেলে জাকারিয়া বিশ্বাস। নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় সে। জনগণ ভোট না দেওয়ায় ক্ষুদ্ধ হয়ে একটি মহল্লার দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তিনি। সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতাও পাওয়া গেছে। রাস্তা বন্ধ করার কারণে ওই মহল্লায় বসবাস করা ১০/১৫টি পরিবার পড়ছে ব্যাপক ভোগান্তিতে।
এবিষয়ে তিতুদহ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শুকুর আলী জানান, ‘ঘটনা জানার পর আমি দুইপক্ষকে নিয়ে বসতে চেয়েছিলাম, কিন্ত তাদের উগ্রমনোভাব থাকায় বিষয়টি এড়িয়ে গেছি।’
এবিষয়ে অভিযুক্ত জাকারিয়া বিশ্বাস তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন।