ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

গাংনী সততা গ্রাম উন্নয়ন সংস্থার অর্থ জালিয়াতির অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৫৫ বার পড়া হয়েছে

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে সততা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে। সততা গ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সদস্যরা উক্ত সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে এই অর্থ জালিয়াতির অভিযোগ তোলেন।

সততা গ্রাম উন্নয়ন সংস্থার সদস্যরা অভিযোগ করে বলেন, ‘১৯৯৪ সালের ২৭শে নভেম্বর গাংনী উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। যার রেজিস্ট্রেশন ১৪৬/৯৪। আমাদের এই সংস্থার অ্যাকাউন্টে টাকা জমা আছে। কিন্তু এই টাকা সংস্থার পরিচালক মোস্তাফিজুর রহমান খোকন বিভিন্ন সময় নিজ ইচ্ছেমত তুলে ব্যবহার করেন। আমরা চাই আমাদের টাকা খোকনের ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়ে গ্রামের উন্নয়নে ব্যবহার হোক।’

সংস্থার সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু বলেন, ‘ইতঃপূর্বে আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করার চেষ্টাও করেন সংস্থার পরিচালক।’

গাংনীর সোনালী ব্যাংক বাজার শাখার ব্যবস্থাপক জানান, ‘এই সংস্থাটির পরিচালক ও সদস্যদের নিজেদের মধ্যে একটি ঝামেলা আছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে এটির একটি সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনী সততা গ্রাম উন্নয়ন সংস্থার অর্থ জালিয়াতির অভিযোগ

আপলোড টাইম : ০৪:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে সততা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে। সততা গ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সদস্যরা উক্ত সংস্থার নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে এই অর্থ জালিয়াতির অভিযোগ তোলেন।

সততা গ্রাম উন্নয়ন সংস্থার সদস্যরা অভিযোগ করে বলেন, ‘১৯৯৪ সালের ২৭শে নভেম্বর গাংনী উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। যার রেজিস্ট্রেশন ১৪৬/৯৪। আমাদের এই সংস্থার অ্যাকাউন্টে টাকা জমা আছে। কিন্তু এই টাকা সংস্থার পরিচালক মোস্তাফিজুর রহমান খোকন বিভিন্ন সময় নিজ ইচ্ছেমত তুলে ব্যবহার করেন। আমরা চাই আমাদের টাকা খোকনের ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়ে গ্রামের উন্নয়নে ব্যবহার হোক।’

সংস্থার সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম লালু বলেন, ‘ইতঃপূর্বে আমার স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করার চেষ্টাও করেন সংস্থার পরিচালক।’

গাংনীর সোনালী ব্যাংক বাজার শাখার ব্যবস্থাপক জানান, ‘এই সংস্থাটির পরিচালক ও সদস্যদের নিজেদের মধ্যে একটি ঝামেলা আছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে এটির একটি সুষ্ঠু সমাধান হওয়া প্রয়োজন।’